মাত্র চারদিনের ব্যবধানে ইয়েমেনের মারিব প্রদেশে ফের হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে নিহত হয়েছে কমপক্ষে ১৪৫ জন হুতি বিদ্রোহী।
২৪ ঘণ্টায় এ বিপুল প্রাণহানি হয় বলে রোববার এক ঘোষণায় জানায় সৌদি জোট। গত মাস থেকে প্রায় প্রতিদিনই মারিবের আশপাশে হুতিদের বিরুদ্ধে বিমান হামলা চলছে।
সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশনের (টিআরটি) প্রতিবেদনে জানানো হয়, আল জুবাহ, মারিবের দক্ষিণাঞ্চল এবং উত্তরপশ্চিমাঞ্চলের আল কাসারা এলাকায় এসব হামলায় ১৭টি সামরিক যানও ধ্বংস করা হয়েছে।
অক্টোবর থেকে ইয়েমেন সরকার অধ্যুষিত এলাকাগুলোর আশপাশ থেকে বিদ্রোহীদের হটাতে চলছে এসব অভিযান। এরপর থেকেই অঞ্চলটিতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এক মাসে সবমিলিয়ে দুই হাজারের বেশি বিদ্রোহী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সংখ্যাটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যম।
গত বুধবারও মারিবে হামলায় ১৪৫ হুতি বিদ্রোহী নিহত হয় বলে জানায় সৌদি জোট।
এসব হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি হুতি বিদ্রোহীরা। তবে পুরো ইয়েমেনে বিশ্ব সম্প্রদায়-সমর্থিত সরকারের নিয়ন্ত্রণে থাকা একমাত্র মারিবের দক্ষিণাঞ্চল, যা দখলে হুতিদের অগ্রসর হওয়া অব্যাহত আছে।
বর্তমানে রাজধানী সানাসহ দেশের বাকি প্রায় সব অঞ্চল হুতিদের নিয়ন্ত্রণে। ২০১৪ সালে হুতিরা সানা দখলের পর থেকেই ইয়েমেনে চলছে গৃহযুদ্ধ। এর পরের বছর থেকে সৌদি জোটের বিমান হামলায় দেশটিতে নিহত হয়েছে লাখো মানুষ।