রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ নামছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর কোনোটিতে সকালে থাকছে কুয়াশা। দূর দেশ থেকে উড়ে আসছে পরিযায়ী পাখির দল। বোঝাই যাচ্ছে, শীত নামতে শুরু করেছে পশ্চিমবঙ্গে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমের জেলাগুলোতে শীতের আমেজ আরও বেশি থাকবে। দার্জিলিংয়ের তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সম্ভাবনা নেই বৃষ্টির। উত্তরবঙ্গ শুষ্ক ও শীতল থাকবে।
আগামী কয়েক দিনের মধ্যে উত্তরবঙ্গে আরও শীতল হবে আবহাওয়া; বাড়বে কুয়াশার দাপট।
কলকাতায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্প ৯৩ শতাংশ।
দার্জিলিংয়ের তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রিতে নেমেছে। পুরুলিয়ায় তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাকুড়ায় ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে ১৭ এবং দীঘায় তাপমাত্রা ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, শীত পুরোপুরি আসেনি, তবে শীতকালের মতো তাপমাত্রা রয়েছে।
আগামী সোমবার রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে।