বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দীপাবলির বাজির ধোঁয়ায় ঢাকা দিল্লি

  •    
  • ৬ নভেম্বর, ২০২১ ১১:৫৫

দিল্লির সঙ্গে বায়ু দূষণের মাত্রা ছাড়িয়েছে পাশের শহর নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ এবং বৃহত্তর নয়ডা এলাকায়। সেখানেও এর মাত্র খুবই উচ্চ।

দ্বিতীয় দিনেও কুয়াশার মতো ধোঁয়ায় ঢেকে রয়েছে ভারতের রাজধানী দিল্লি ও তার আশপাশের শহরগুলো। নিষিদ্ধের পরেও দিল্লিতে দীপাবলি উৎসবে পোড়ানো বাজির ধোঁয়া নিয়ে চরম সংকটে পড়েছে মানুষজন ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দৃষ্টিসীমা একেবারে কমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও করছে নগর কর্তৃপক্ষ।

শনিবার সকাল ৬টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে অবস্থান ৫৩৩, এই ধরনকে বলা হয় গুরুতর অবস্থা।

দিল্লির সঙ্গে বায়ু দূষণের মাত্রা ছাড়িয়েছে পাশের শহর নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ এবং বৃহত্তর নয়ডা এলাকায়। সেখানেও এর মাত্র খুবই উচ্চ।

দ্য সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ বিভাগ জানিয়েছে, এখন দৃষ্টিসীমা একেবারে কমে এসেছে। দূষণ বন্ধ হলে আগামীকাল রোববার সন্ধ্যা নাগাদ এই অবস্থা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

এনডিটিভির খবরে বলা হয়, রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার রাত ও শুক্রবার দীপাবলি উৎসব উপলক্ষে পোড়ানো বাজিতে দূষণের মাত্রা ছাড়িয়ে যায়। শহর ও এর আশপাশে হাজার হাজার জায়গায় বড় পরিসরে আয়োজন করে বাজি পোড়ানো হয়। যদিও দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশ, হরিয়ানা সরকার বাজি পোড়ানোর ওপর বিধিনিষেধ আরোপের কথা জানিয়েছিল।

৪৫৭ একিউআই অবস্থানে থেকে শনিবার সকাল শুরু হয়, যা গত তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি। যেখানে দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দূষণের মাত্রা ২৫ ঠিক করে দিয়েছে। সেখানে যন্তর-মন্তরে শনিবার প্রতি কিউবিক মিটারে দূষণ ৩৪১ উঠে।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, শুধু দিল্লি নয়, এবার দীপাবলি উৎসবে বড় ধরনের বাজি পোড়ানোর ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গেও। সেখানেও গত দুদিন থেকে কুয়াশার মতো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ, কমে এসেছে দৃষ্টিসীমা।

সাধারণত এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১ থেকে ৫০ অবস্থানে থাকা এলাকাকে ভালো বলা হয়। ১০০ পর্যন্ত সন্তোষজনক, ১০১-২০০ মাঝারি, ২০১-৩০০ খারাপ, ৪০০ পর্যন্ত বেশি খারাপ এবং ৫০০ মাত্রার উপরে উঠলে সেটাকে বলা হয় গুরুতর।

এ বিভাগের আরো খবর