ভারতের কোভিড-১৯ টিকা সনদকে স্বীকৃতি দিয়েছে কিরগিজস্তান, মরিশাস, মঙ্গোলিয়া, ফিলিস্তিন ও এস্তোনিয়া। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক টুইটে এ তথ্য জানিয়েছেন।
এর আগে পূর্ব ইউরোপের কয়েকটিসহ ত্রিশটি দেশ ভারতের করোনা টিকার সনদকে স্বীকৃতি দিয়েছিল।
টুইটে অরিন্দম দাস বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই দেশগুলো ভারতের টিকাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে।
যে দেশগুলো এর আগে ভারতের সঙ্গে পারস্পরিক স্বীকৃতির বিষয়ে একমত হয়েছে তাদের মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, নেপাল, বেলারুশ, লেবানন, আর্মেনিয়া, ইউক্রেন, বেলজিয়াম, হাঙ্গেরি এবং সার্বিয়া অন্যতম।
এর আগে, অস্ট্রেলিয়া সরকারও ভারত বায়োটেকের কোভ্যাকসিন কোভিড-১৯ টিকা গ্রহণ করা ভ্রমণকারীদের স্বীকৃতি দিয়েছিল।
অরিন্দম বাগচি বলেন, ‘হাঙ্গেরি এবং সার্বিয়া হল তালিকায় যোগদানের সর্বশেষ দেশ যারা ভারতের কোভিড-১৯ টিকার সনদকে পারস্পরিকভাবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে।
বাগচি জানান, টিকা সনদের স্বীকৃতি জনগণকে মহামারী পরবর্তী বিশ্বে শিক্ষা, ব্যবসা, পর্যটন এবং অন্যান্য জিনিসের জন্য বিভিন্ন দেশে যেতে সহায়তা করবে। বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গেও স্বীকৃতি আদায়ের বিষয়ে কথাবার্তা চলছে বলেও জানান তিনি।
এর আগে গত শুক্রবার একটি বিশেষ ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছিলেন, ভারত জি২০ শীর্ষ সম্মেলনে কোভিড-১৯ টিকা সনদের পারস্পরিক স্বীকৃতির প্রস্তাব করেছে।
অক্টোবরের শুরুতে যুক্তরাজ্য ভারত থেকে টিকা নিয়ে যাওয়া যাত্রীদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নিলে ভারত তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল। পাল্টা হিসেবে ব্রিটেন থেকে যাওয়া যাত্রীদের উপরও কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত আরোপ করে দেশটি। এর পরে দুই দেশের কুটনৈতিক সমাঝোতায় ইতিবাচক সিদ্ধান্ত মেলে।