বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিজেলের দাম কমাল ভারতের বিজেপিশাসিত ৯ রাজ্য

  •    
  • ৪ নভেম্বর, ২০২১ ১৩:১২

৯টি রাজ্য বিভিন্ন মাত্রায় লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে। বৃহস্পতিবার দীপাবলির দিন থেকেই এ সিদ্ধান্ত কার্যকরের কথা বলা হয়। রাজ্যগুলো হলো আসাম, ত্রিপুরা, মণিপুর, কর্ণাটক, গোয়া, উত্তর প্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড।

কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক কমানোর কয়েক ঘণ্টার মধ্যে পেট্রোল ও ডিজেলের বাড়তি দাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারতের বিজেপিশাসিত ৯টি রাজ্য।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দীপাবলির সময়ে পেট্রোল-ডিজেলের অতিরিক্ত দামের চাপ থেকে জনগণকে স্বস্তি দিতে এসব পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। এতে পেট্রোলের দাম লিটার প্রতি কমেছে ৫ রুপি; ডিজেলের দাম কমেছে ১০ রুপি।

এর বাইরেও ৯টি রাজ্য বিভিন্ন মাত্রায় লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম কমিয়েছে। বৃহস্পতিবার দীপাবলির দিন থেকেই এ সিদ্ধান্ত কার্যকরের কথা বলা হয়।

রাজ্যগুলো হলো আসাম, ত্রিপুরা, মণিপুর, কর্ণাটক, গোয়া, উত্তর প্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড।

এর মধ্যে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলে অতিরিক্ত ৭ রুপি করে কমানোর ঘোষণা দিয়েছে আসাম, ত্রিপুরা, মণিপুর, কর্নাটক ও গোয়া। আর বুধবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি বলেছেন, পেট্রোলের ওপর থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমানো হবে ২ রুপি।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরও জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের দাম কমাবে তার সরকার।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বুধবার এক টুইট বার্তায় বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের ওপর আবগরি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। ত্রিপুরা সরকারও আগামীকাল থেকে পেট্রোল ও ডিজেলের দাম ৭ রুপি করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে।’

রাজ্যগুলো দীর্ঘদিন ধরে পেট্রোল-ডিজেলের ওপর থেকে ভ্যাট কমাতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। গত কয়েক মাস ধরে দেশটিতে এসব জ্বালানি পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। কোনো কোনো রাজ্যে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১২০ রুপি। আর প্রতি লিটার ডিজেলের দাম ছাড়িয়েছে ১০০ রুপি।

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে তীব্র সমালোচনার মধ্যে রয়েছে মোদি সরকার।

এ বিভাগের আরো খবর