বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিসেম্বরে ত্রিপুরায় মমতার জনসভা

  •    
  • ৩১ অক্টোবর, ২০২১ ২২:৪৪

ত্রিপুরায় ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করাই এখন তৃণমূলের একমাত্র লক্ষ্য। আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘উচ্চ আদালতে জিতে জনসভা করেছি। ভোটে জিতে এ রাজ্যে সরকার গঠন করব। আগামী দিনে দিল্লির ইশারায় ত্রিপুরা চলবে না, দিল্লিকে চালানোর মতো সক্ষমতা অর্জন করবে ত্রিপুরা।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ডিসেম্বর মাসে প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় জনসভা করবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এ কথা।

ত্রিপুরা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে প্রাদেশিক রাজধানী আগরতলার রবীন্দ্র ভবনের সামনে রোববার এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিপ্লববাবু আপনার মনস্কামনা পূর্ণ করব। ডিসেম্বরে বিবেকানন্দ ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন।’

তৃণমূলের যেকোনো রাজনৈতিক কর্মসূচি পণ্ড করতে বিপ্লব দেবের সরকার সক্রিয় বলে অভিযোগ তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরার মাটিতে জনসভা করতে গিয়েও প্রবল বাধার মুখে পড়তে হয়েছে।

তৃণমূলের দাবি, ত্রিপুরা সরকার অভিষেকের জনসভা আটকাতে রাতারাতি করোনাভাইরাস মহামারিকালীন স্বাস্থ্যবিধি বদলে ফেলে। সভাস্থল পরিবর্তনে চাপ দেয়া হয়। পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় প্রবেশে সময়সাপেক্ষ আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করা হয়।

পরে অবশ্য উচ্চ আদালতের হস্তক্ষেপে এ স্বাস্থ্যবিধি প্রত্যাহার করে রাজ্য সরকার।

এমন পরিস্থিতিতে ত্রিপুরায় আজ প্রথম জনসভায় অংশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাকে আটকাতে ত্রিপুরার সাধারণ মানুষকে কেন ভয় দেখাচ্ছেন? কোভিড বিধি পাল্টে দিলেন। ১৪৪ ধারা জারি করলেন। কিসের এত ভয় বিপ্লব বাবু?’

বিজেপি সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরে অভিষেক বলেন, “এখানে গণতন্ত্র বলে কিছু নেই। জঙ্গলরাজ চলছে। দুয়ারে গুন্ডা পাঠানো হচ্ছে। কাউকে কথা বলতে দেয়া হচ্ছে না। দিল্লির ‘হ্যাঁ’-তে ‘হ্যাঁ’ বলে ‘জ্বি হুজুর’ বলার রেওয়াজ শুরু হয়েছে। এই সংস্কৃতি পাল্টাতে হবে। আমি বলছি, ত্রিপুরায় বাংলার মতো সরকার প্রতিষ্ঠা করব আমরা।”

ত্রিপুরায় ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করাই এখন তৃণমূলের একমাত্র লক্ষ্য।

আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘উচ্চ আদালতে জিতে জনসভা করেছি। ভোটে জিতে এ রাজ্যে সরকার গঠন করব। আগামী দিনে দিল্লির ইশারায় ত্রিপুরা চলবে না, দিল্লিকে চালানোর মতো সক্ষমতা অর্জন করবে ত্রিপুরা।’

এদিকে, ত্রিপুরার এ জনসভায় নয় মাস পর বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফিরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপি ছেড়ে তৃণমূলে আরও যোগ দিয়েছেন বিধায়ক আশিস দাস।

জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০২৩-এর নির্বাচনের আগ পর্যন্ত এখানে ঘরবাড়ি নিয়ে বসে থাকব। শরীরের শেষ রক্ত দিয়ে এখানে লড়াই করব। এক ছটাক জমি ছাড়ব না।’

এ বিভাগের আরো খবর