বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ত্রিপুরায় সাম্প্রদায়িক উত্তেজনা, এক জেলায় ১৪৪ ধারা

  •    
  • ৩১ অক্টোবর, ২০২১ ২১:০৮

হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় সমাজসেবক সংঘের সঙ্গে যুক্ত এবিভিপির সদস্য সংগ্রহ কার্যক্রম চলছিল। সে সময় কৈলাশহরের আরকে ইনস্টিটিউশনের বাইরে কোনো ঘটনায় একটি দলের সঙ্গে এবিভিপি কর্মীদের বাদানুবাদ শুরু হয়। এক পর্যায়ে আক্রমণ হয় শিবাজির ওপর। পুলিশ জানিয়েছে, মসজিদে ভাঙচুরের ঘটনায় আগে থেকেই উত্তপ্ত রয়েছে এলাকাটি।

ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তরাঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা এখনও চলছে। ক্ষমতাসীন বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) এক নেতা ছুরির আঘাতে আহত হওয়ার পর নতুন করে বেড়েছে উত্তাপ।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, কৈলাশহর থানার সামনে শুক্রবার দুর্বৃত্তের ছুরিতে গুরুতর আহত হন এবিভিপি সদস্য শিবাজি সেনগুপ্ত।

এর পরেই সাম্প্রদায়িক সহিংসতার আশঙ্কায় উনাকোটি জেলায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় সমাজসেবক সংঘের সঙ্গে যুক্ত এবিভিপির সদস্য সংগ্রহ কার্যক্রম চলছিল। সে সময় কৈলাশহরের আরকে ইনস্টিটিউশনের বাইরে কোনো ঘটনায় একটি দলের সঙ্গে এবিভিপি কর্মীদের বাদানুবাদ শুরু হয়। এক পর্যায়ে আক্রমণ হয় শিবাজির ওপর।

পুলিশ জানিয়েছে, মসজিদে ভাঙচুরের ঘটনায় আগে থেকেই উত্তপ্ত রয়েছে এলাকাটি।

পালবাজার এলাকায় একটি মসজিদে গত সপ্তাহে হামলার ঘটনায় বিজেপির স্থানীয় আইনপ্রণেতা সুধাংশু দাসের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ হামলার জেরে পরে কৈলাশহরের কুবজার এলাকায় একটি মন্দিরেও হামলা ও ভাঙচুর চালানো হয়।

বাসিন্দাদের শান্ত করতে এলাকাটি পরিদর্শন করেছেন মন্ত্রী ভগবান দাস, বামপন্থি বিধায়ক মুবাশ্বের আলি ও জ্যেষ্ঠ কংগ্রেস নেতা বদরুজ্জামান।

এ বিভাগের আরো খবর