গোয়া জয়ের লক্ষ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজ ।
শুক্রবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গোয়া তৃণমূলে যোগ দেন লিয়েন্ডার, অভিনেত্রী নাফিসা আলি, পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে দীর্ঘ খেলোয়াড় জীবনে ১৮টি গ্র্যান্ডস্লাম আর একটি অলিম্পিক মেডেল জেতা লিয়েন্ডার বলেন, ‘দিদি সত্যিকারের চ্যাম্পিয়ন।’
তিনি বলেন, ‘আমি ১৪ বছর বয়সে যখন ভারতের জন্য টেনিস খেলতে যাই, তখন দিদি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ছিলেন। সব সময় উৎসাহ দিতেন। মন্ত্রী হিসেবে সব সময় পাশে থাকতেন।’
লিয়েন্ডার বলেন, ‘আমি চাইব, এক মহিলা যিনি বিপুল সাহসে এগিয়ে চলেছেন, তার পাশে দাঁড়াতে। আমি চাইব, রাজনীতির মাধ্যমে দেশের মানুষের সেবা করতে। এ কারণে দিদির সঙ্গে এসে যোগ দিয়েছি । আমার কাছে দিদি সত্যিকারের চ্যাম্পিয়ন।’
লিয়েন্ডারকে পাশে নিয়ে তৃণমূল নেত্রী শুক্রবার পানাজিতে বলেন, 'গোয়াকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এভাবে একটা রাজ্য চলতে পারে না। আমাদের রাজ্যে এত সুযোগ তৈরি হয়েছে। গোয়ায় কেন হবে না? আমরা চাই, দেশের মানচিত্রে গোয়া বিশেষ জায়গা করে নিক।’
বৃহস্পতিবার গোয়ায় পৌঁছেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার তিনি বলেন, ‘আমি আসার সময় আমাকে কালো পতাকা দেখিয়েছে। গো ব্যাক বলেছে। আমি সকলকে নমস্তে করেছি। গোয়ার মানুষই এদের কালো হাত গুড়িয়ে দেবে। মনে রাখতে হবে, দিল্লির দাদাগিরি এখানে চলবে না।’
তৃণমূল নেত্রী বলেন, ‘ওরা ভয় পেয়েছে। আমাদের পার্টি বিক্রি হবে না। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। আমরা অভিন্ন ভারতে বিশ্বাস করি। সাইনবোর্ড হওয়ার জন্য গোয়ায় আসিনি।’
২০২২ সালে বিধানসভা নির্বাচন। এর আগে গোয়ার মাটিতে দাঁড়িয়ে একযোগে বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, ‘সময়ে সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস। তারাই গোয়ায় বিজেপিকে সরকার তৈরির সুযোগ করে দিয়েছে। তৃণমূল রক্ত দিতে প্রস্তুত। তবুও বিজেপির সঙ্গে আপস করবে না।’