বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিতর্কের জবাব দিলেন ফেসবুকপ্রধান

  •    
  • ২৬ অক্টোবর, ২০২১ ১৯:৩৯

এর আগে গত তিন মাসে ৯০০ কোটি ডলার লাভ করার তথ্য প্রকাশ করে ফেসবুক। অর্থাৎ নানা কেলেঙ্কারি আর বিতর্কে জড়ালেও আয় কমেনি প্রতিষ্ঠানটির। উল্টো চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে লাভের পরিমাণ প্রত্যাশার চেয়েও বেশি। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১২ মাসে ফেসবুকের গ্রাহকসংখ্যা ছয় শতাংশ বেড়ে ২৯১ কোটিতে পৌঁছেছে।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুককে বিতর্কিত করে তোলার চেষ্টা চলছে বলে দাবি করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তিনি বলেন, ‘ফাঁস হওয়া নথির সুনির্দিষ্ট কিছু অংশ জনগণের সামনে তুলে ধরতে এবং ভুল ব্যাখ্যা করতে এক ধরনের সমন্বিত চেষ্টা চলছে।’

ফেসবুকের বিরুদ্ধে সম্প্রতি প্রতিষ্ঠানটির একাধিক সাবেক কর্মী অনৈতিক আচরণের অভিযোগ আনে। তথ্য প্রকৌশলী ফ্রান্সেস হাওগেনের অভিযোগ, ব্যবহারকারীদের নিরাপত্তার চেয়েও আর্থিক লাভের পরিমাণ বাড়ানো নিয়ে বেশি উদ্বিগ্ন ফেসবুক।

অভিযোগের সত্যতা প্রমাণে অভ্যন্তরীণ নথি প্রকাশ করেছেন হাওগেন। সেসব নথি বিশ্লেষণ করে চলতি সপ্তাহেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বিদ্বেষমূলক বক্তব্য ও যুক্তরাষ্ট্রের বাইরে নারী পাচারবিষয়ক কনটেন্ট ছড়ানো ঠেকাতে নিয়মিত ব্যর্থ হয়েছে ফেসবুক।

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, ব্যবহারকারীদের ওপর কীভাবে ফেসবুক প্রভাব ফেলে, সে বিষয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণায় প্রাপ্ত তথ্যের সাফাই গেয়েছেন জাকারবার্গ।

বিনিয়োগকারীদের সঙ্গে সোমবার এক কনফারেন্স কলে তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের একটি মিথ্যা ছবি চিত্রায়িত করা হচ্ছে।’ ভবিষ্যতে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের জন্য নতুন একটি কৌশলী লক্ষ্যমাত্রাও ঘোষণা করেছেন ফেসবুক প্রধান।

এর আগে গত তিন মাসে ৯০০ কোটি ডলার লাভ করার তথ্য প্রকাশ করে ফেসবুক। অর্থাৎ নানা কেলেঙ্কারি আর বিতর্কে জড়ালেও আয় কমেনি প্রতিষ্ঠানটির। উল্টো চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে লাভের পরিমাণ প্রত্যাশার চেয়েও বেশি।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১২ মাসে ফেসবুকের গ্রাহকসংখ্যা ছয় শতাংশ বেড়ে ২৯১ কোটিতে পৌঁছেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ায় বিপাকে পড়ে ভাবমূর্তি পুনরুদ্ধানে এসব তথ্য প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক গত বছর একই সময়ে লাভ করেছিল ৭৮০ কোটি ডলার।

তবে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিতে আইওএস ১৪ অপারেটিং সিস্টেমের সফটওয়্যারে নতুন আপডেট এনেছে। এ আপডেটের ফলে বিজ্ঞাপনে প্রভাব না পড়লে ফেসবুকের আয় আরও বাড়ত এ বছর।

চলতি বছর এখন পর্যন্ত পুঁজিবাজারে ফেসবুকের শেয়ারের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ।

এ বিভাগের আরো খবর