ভিন্নমত দমনের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রসহ দশটি দেশের রাষ্ট্রদূতকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণার আদেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
শনিবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সরকার বিরোধী আন্দোলন ও অভ্যুত্থানের অভিযোগে বিনা বিচারে প্রায় চার বছর ধরে কারাবন্দি রয়েছেন তুরস্কের অ্যাকটিভিস্ট ওসমান কাভালা। ১৮ অক্টোবর তার মুক্তি চেয়ে যৌথ বিবৃতি দেন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতেরা।
এছাড়া কাভালাকে মুক্তি দেয়া না হলে মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক আদালতে তুরস্কের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপের প্রধান মানবাধিকার সংগঠন দি কাউন্সিল অফ ইউরোপ।
এর পরিপ্রেক্ষিতে শনিবার তুরস্কের একিশেহির শহরের এক সমাবেশে এরদোয়ান বলেন, ‘ওই রাষ্ট্রদূতদের তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে আদেশ দেয়ার সাহস দেখানো উচিত নয়। আমি পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি। এই দশ রাষ্ট্রদূতকে এক্ষুণি অবাঞ্ছিত ঘোষণা করা উচিত। আপনার শিগগিরই এটি দেখবেন।’
তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, তুরস্ক সম্পর্কে বোঝাপড়া না থাকলে ওই রাষ্ট্রদূতদের দেশে ফেরা উচিত বলেও মন্তব্য করেছেন এরদোয়ান।
পারসোনা নন গ্রাটা ঘোষণার ফলে ওই রাষ্ট্রদূতদের কূটনৈতিক স্ট্যাটাস বাতিল হতে পারে বলে জানিয়েছে বিবিসি।