বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাহাড়ে ধসে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল

  •    
  • ২১ অক্টোবর, ২০২১ ২২:৪০

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে রাজ্যের দক্ষিণাঞ্চলের পর উত্তরাঞ্চলে টানা বৃষ্টি শুরু হয়, যার জেরে এমন পরিস্থিতি। বৃষ্টি অব্যাহত থাকায় এবং একের পর এক ভূমিধসের ফলে উদ্ধারকাজ পরিচালনায় সমস্যায় পড়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল।

একটানা বৃষ্টির কারণে ভারতে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস হয়েছে, বিপর্যস্ত জনজীবন।

বুধবারের পরে বৃহস্পতিবার ও নেমেছে ধস। এতে পাহাড় আর সমতলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ অবস্থায় যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগিয়েছে প্রশাসন।

ভূমিধসের জন্য শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক ও শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ৫৫ নম্বর জাতীয় সড়ক বন্ধ রয়েছে।

ফলে জায়গায় জায়গায় আটকা পড়েছেন বহু পর্যটক। অনেকেই মাঝপথে আটকে; যান চলাচল শুরুর অপেক্ষায় বসে আছেন।

দার্জিলিংয়ের ধোতরে, রিম্বিক, মানভঞ্জন, গোক, বিজনবাড়ি এলাকায় ধস নেমেছে। সড়কের একদিক খুলে পর্যটকদের নামিয়ে আনার চেষ্টা চলছে। খুব ধীর গতিতে চলছে গাড়ি।

এ অবস্থায় আগামী তিনদিন পর্যটকদের পাহাড়ের দিকে না যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে রাজ্যের দক্ষিণাঞ্চলের পর উত্তরাঞ্চলে টানা বৃষ্টি শুরু হয়, যার জেরে এমন পরিস্থিতি। বৃষ্টি অব্যাহত থাকায় এবং একের পর এক ভূমিধসের ফলে উদ্ধারকাজ পরিচালনায় সমস্যায় পড়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল।

আগ্নেয় বা পাললিক- যে শিলা দিয়েই পাহাড় তৈরি হোক না কেন, মুষলধারে বৃষ্টি হলে পাহাড়ের ফাটলে পানি প্রবেশ করে এবং ভূমিধস অবশ্যম্ভাবী হয়ে ওঠে।

তবে সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে ভূমিধস বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে ভূতাত্ত্বিকরা বলছেন, মানুষের লোভ আর অজ্ঞতার কারণে পাহাড়ি অঞ্চল হুমকির মুখে পড়েছে।

নির্বিচারে বন ধ্বংস আর পাহাড়ের গাছ কেটে ফেলার ফলে পাহাড়ি অঞ্চলের সবুজ আচ্ছাদন সরে যায়। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার প্রাকৃতিক ঢাল না থাকায় ক্ষতিগ্রস্ত হয় গোটা পাহাড়।

নানা অবকাঠামো নির্মাণে জন্য পাহাড়ের মাটি কেটে, নদী-ঝরণার গতিপথে বাধা সৃষ্টি করে, পাহাড়ের প্রাকৃতিক গঠন নষ্ট করে, মানুষই ধসের মাত্রা বাড়িয়ে দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

তারা বলছেন, এমনটাই ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে।

এ বিভাগের আরো খবর