বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আফগানিস্তান ইস্যুতে ভারতে এনএসএ পর্যায়ের বৈঠক

  •    
  • ১৭ অক্টোবর, ২০২১ ১৩:১৭

তুঙ্গে থাকা সীমান্ত অস্থিরতার পাশাপাশি বারবার জঙ্গি অনুপ্রবেশের খবরের মধ্যে ভারতের এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, বৈঠকে মানবাধিকার ও নিরাপত্তা- এই দুটি বিষয়কেই প্রাধান্য দেয়া হবে বৈঠকে।

আফগানিস্তান ইস্যু নিয়ে এবার ভারতের দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (এনএসএ) বৈঠকের আয়োজন করছে দেশটি।

আগামী ১০ অথবা ১১ নভেম্বর বৈঠকের দিন নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে। বৈঠকে চীন, রাশিয়া ও পাকিস্তানকে আমন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র সূত্র আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ বৈঠকে উপস্থিতি হলে দিল্লিতে এটি হবে তার প্রথম সরকারি সফর।

ভারতীয় এনএসএ অজিত দোভাল এবং পাকিস্তানি এনএসএ মঈদ ইউসুফ বছরের শুরুতে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) এনএসএ বৈঠকে তাজিকিস্তানের দুশানবে গেলেও তারা দ্বিপক্ষীয় কোনো বৈঠক করেননি।

এদিকে তুঙ্গে থাকা সীমান্ত অস্থিরতার পাশাপাশি বারবার জঙ্গি অনুপ্রবেশের খবরের মধ্যে ভারতের এই উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, বৈঠকে মানবাধিকার ও নিরাপত্তা- এই দুটি বিষয়কেই প্রাধান্য দেয়া হবে বৈঠকে। এর আগে আগামী ২০ অক্টোবর রাশিয়ার মস্কোতে আয়োজিত মস্কো ফরম্যাট মিটিংয়ে যোগ দেবে ভারত। আফগানিস্তান নিয়ে আলোচনা হবে সেখানেও।

ভারতে এনএসএ বৈঠক নিয়ে সরকারি সূত্র জানায়, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক। পাশাপাশি শীতের শুরুর সঙ্গে সঙ্গে সেখানকার মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ার কারণে বৈঠকের প্রস্তাব আসে।

তালেবানের কাবুল দখলের প্রায় দুই মাস কেটে গেছে। এরই মধ্যে তালেবান সরকার তাদের স্বীকৃতি ও বৈধতার জন্য কাতার, তুরস্ক এবং উজবেকিস্তান সফর করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তারা বৈঠকও করেছে। কিন্তু এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশ সরকারিভাবে তাদের স্বীকৃতি দানের কোনো ইঙ্গিত দেয়নি।

গত ৩১ আগস্ট কাতারের দোহায় তালেবানের সঙ্গে বৈঠকে বসেছিল ভারত। ভারতের পক্ষ থেকে বৈঠকে অংশ নিয়েছিলেন রাষ্ট্রদূত দীপক মিত্তল। তালেবানের পক্ষ থেকে ছিলেন বর্তমানে আফগানিস্তানের উপবিদেশমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই।

আফগানিস্তানের মাটিতে যেন ভারতবিরোধী কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ না হয়- ভারতের পক্ষ থেকে তালেবানকে এমন কড়া বার্তা দেয়া হয় বৈঠকে।

এর আগে ২০১৮ সালে মস্কোতে তালেবানের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠকে মুখোমুখি হয় ভারত। অবসরপ্রাপ্ত পররাষ্ট্র কর্মকর্তা টিসিএ রাঘবন এবং অমর সিনহা ওই বৈঠকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। আর পাঁচ সদস্যের তালেবান প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আব্বাস স্তানিকজাই।

এ বিভাগের আরো খবর