তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার সুযোগে ইরাক, সিরিয়ার উগ্রবাদীরা সক্রিয় হয়ে উঠছে এবং আফগান ভূখণ্ডে প্রবেশ করছে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সাবেক সোভিয়েত ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা প্রধানদের সঙ্গে বুধবার এক ভার্চুয়াল সম্মেলনে অংশ নেন পুতিন। ওই সম্মেলনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পুতিন বলেন, আফগানিস্তানের পরিস্থিতি সহজ নয়। চতুর্দিক থেকে দেশটিতে সশস্ত্র সন্ত্রাসীরা প্রবেশ করছে।
আফগান বার্তা সংস্থা খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, রুশ রাষ্ট্রপ্রধান আপাতদৃষ্টিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা আবার তৎপর হচ্ছে বলে আভাস দিয়েছেন।
কট্টরপন্থি মতাদর্শে মিল থাকলেও তালেবান ও আইএস একে অপরের প্রতিদ্বন্দ্বী। আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর নতুন শাসকদল হিসেবে আইএসকে খুব একটা গুরুত্বের সঙ্গে নেয়নি তালেবান।
তালেবান শাসকদলের জন্য আইএসকে বড় হুমকি বলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করলেও আইএসের আফগান শাখা আইসিস-কে আন্তর্জাতিক বা আঞ্চলিক মদদপুষ্ট নয় বলে তাদের গুরুত্ব দিতে নারাজ তালেবান।
পুতিন জানান, আফগানিস্তানে সক্রিয় হয়ে ওঠার মাধ্যমে উগ্রবাদীরা প্রতিবেশী দেশগুলোতেও অস্থিরতা তৈরি করতে পারে। এমনকি আশপাশের দেশগুলোতে নিজেদের সাংগঠনিক সম্প্রসারণও করতে পারে।
কাবুলের নেতৃত্বে থাকা তালেবানকে নিয়ে আশাবাদী হলেও এশিয়ার দেশগুলোতে নতুন করে জঙ্গিবাদ ছড়িয়ে পড়ার বিষয়েও উদ্বিগ্ন মস্কো।
এদিকে প্রতিবেশী দেশগুলোতে উগ্রবাদ ছড়াতে তালেবান শাসকদল আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলেও বারবার আশ্বস্ত করার চেষ্টা করছে বিশ্ব সম্প্রদায়কে।
মস্কোর উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন সামনে রেখে এসব মন্তব্য করলেন পুতিন। ওই সম্মেলনে তালেবানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে সম্মেলনটি।