বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাপানে পার্লামেন্ট ভেঙে দিলেন নতুন প্রধানমন্ত্রী

  •    
  • ১৪ অক্টোবর, ২০২১ ১৭:৪৬

প্রভাবশালী নিম্নকক্ষের স্পিকার তাদামোরি ওশিমা প্লেনারি অধিবেশনে পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা দেন। সে সময় উপস্থিত ছিলেন নিম্নকক্ষের ৪৬৫ জন আইনপ্রণেতার সবাই। প্রচলিত রীতি অনুযায়ী তারা উঠে দাঁড়ান, তিনবার ‘বানজাই’ বলে চিৎকার করেন এবং অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

জাপানে সাধারণ নির্বাচন সামনে রেখে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ৩১ অক্টোবরের ভোটের পথ উন্মুক্ত করে দিতে বৃহস্পতিবার সংবিধান অনুসারে পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা আসে।

আগাম নির্বাচনের জন্য জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের অধিবেশন ভেঙে দেয়ার কথা জানান প্রধানমন্ত্রী কিশিদা।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের কিশিদা বলেন, ‘আমরা কী করার চেষ্টা করছি আর কী করতে চাই, তা জনগণকে জানানোর প্রচেষ্টা এ নির্বাচন।’

আসন্ন নির্বাচনেও ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিরই (এলডিপি) জয় হবে বলে মনে করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতায় অনেকটাই পিছিয়ে প্রধান বিরোধী দল। করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে নতুন সরকারকে।

প্রভাবশালী নিম্নকক্ষের স্পিকার তাদামোরি ওশিমা প্লেনারি অধিবেশনে পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা দেন। সে সময় উপস্থিত ছিলেন নিম্নকক্ষের ৪৬৫ জন আইনপ্রণেতার সবাই। প্রচলিত রীতি অনুযায়ী তারা উঠে দাঁড়ান, তিনবার ‘বানজাই’ বলে চিৎকার করেন এবং অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

‘বানজাই’ শব্দটির আক্ষরিক অর্থ ‘১০ হাজার বছর’। আনন্দ বা দীর্ঘ আয়ু কামনা করে শুভেচ্ছা জানাতে জাপানে বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে শব্দটি। জাপানের সম্রাটকে শুভেচ্ছা জানাতেও ‘বানজাই’ শব্দটি ব্যবহার করা হয়। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিভিন্ন জয় উদযাপনের সময় ‘বানজাই’ বলে চিৎকার করত জাপানি সেনারা। যুদ্ধক্ষেত্রে জয়ী হলে অনেকে ‘তেন্নো হেইকা বানজাই’ বলেও চিৎকার করতো, যার অর্থ ‘সম্রাট দীর্ঘজীবী হোন’।

পার্লামেন্টের অধিবেশন ভেঙে দেয়ার ফলে নিম্নকক্ষের আইনপ্রণেতারা নিজেদের আসন হারিয়েছেন। নির্বাচনের জন্য আগামী মঙ্গলবার থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন তারা।

এদিকে, ক্ষমতাসীনদের দলীয় নির্বাচনে জয়লাভ করে মাত্র ১১ দিন আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন কিশিদা।

প্রধানমন্ত্রিত্বের ১১ দিন নিয়ে সন্তোষ জানিয়ে তিনি বলেন, ‘আমি কিছুদিন ধরে খুব ব্যস্ত সময় পার করছি। কিন্তু অবাক করার বিষয় হলো যে আমি একটুও ক্লান্ত অনুভব করছি না, বরং আমার নিজেকে সম্পূর্ণ মনে হচ্ছে।’

জনমত জরিপ বলছে, কিশিদার নেতৃত্বে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে এলডিপি ও এর নেতৃত্বাধীন জোটের শরিক দল কোমেইতো।

স্থানীয় সংবাদপত্র সাংকেইয়ের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, জাপানের ৪৮ শতাংশ মানুষ কিশিদা প্রশাসনকেই ক্ষমতায় দেখতে চান এবং করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণ, অর্থনীতি পুনরুদ্ধার ও কর্মসংস্থানে সরকারের অগ্রাধিকার চান।

এ বিভাগের আরো খবর