মুসলিম কন্যা সাহেবা খাতুনকে কুমারী দুর্গা রূপে সাজিয়ে পূজা করা হল ভারতে পশ্চিমবঙ্গের হুগলী জেলার চুঁচুড়া ঝিঙে পাড়ায়।
সেখানে সারদা রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে মহাষ্টমীর সকালে বুধবার দেবীর আসনে বসে পাঁচ বছর বয়সী সাহেবা। আগের বছর যেখানে বসেছিল তার বড় বোন।
আশ্রমের মহারাজ দুর্গাত্মানন্দ বলেন, ‘রামকৃষ্ণের মতাদর্শে চালিত এই মঠ। আমরা ভেদাভেদে বিশ্বাসী নই। স্বামী বিবেকানন্দ কাশ্মীরে মুসলিম কুমারী মেয়ের পূজা করেছিলেন।’
স্থানীয় বাসিন্দারা বলেন, বহু ভাষা, বহু ধর্মের ভারতে উৎসব সবার। এখানে বাঙালির দুর্গোৎসব, শুধু হিন্দু সম্প্রদায়ের নয়। ধর্মের বেড়াজাল পেরিয়ে এখানে সব ধর্মের মানুষের মিলনক্ষেত্র হয় প্রতিবছর। মূলত সম্প্রীতি বাড়াতেই মুসলিম শিশুকে দেবীর আসনে বসানো হয়।
সাহাগঞ্জের বাসিন্দা মোহম্মদ আজহারউদ্দিনের ছোট মেয়ে সাহেবা খাতুন। চিন্ময়ী কুমারী দুর্গা রূপে আগের চার বছর পূজা করা হয়েছে সাহেবার বোনকে নিয়ে।
বাবা আজহারুদ্দিন বলেন, ‘আমার মেয়ের এখন পাঁচ বছর বয়স হবে। আগে কুমারী পূজায় ওর দিদিকে বসানো হতো। এবার ছোট মেয়ে বসেছে সেই আসনে। এলাকার মানুষের ইচ্ছেতেই এটা হয়ে আসছে।’
চুঁচুড়া সারদা রামকৃষ্ণ সেবাশ্রমের মহারাজ দুর্গাত্মানন্দ বলেন, ‘যাকে পূজা করা হল, সে মা দুর্গার প্রতীক। কার ঘরের মেয়ে, কী তার নাম, সেটা বড় কথা নয়। আমাদের কাছে বড় কথা- সে দুর্গা, মৃন্ময়ী প্রতিমার চিন্ময়ী রূপ। রামকৃষ্ণ বলেছিলেন- যত মত তত পথ। অনেক মুসলিম ছেলে-মেয়ে আমাদের এখানে কাজ করছেন।'