বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভক্তশূন্য বেলুড় মঠে কুমারী পূজা

  •    
  • ১৩ অক্টোবর, ২০২১ ২০:৫১

করোনাভাইরাসের কারণে এবারও ভক্ত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতার বেলুড় মঠ কর্তৃপক্ষ। তবে ইউটিউবের মাধ্যমে সেই পূজার বিভিন্ন অংশ ভক্ত সাধারণকে দেখানোর ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।

মহাষ্টমীতে করোনা বিধি মেনে ভক্তশূন্য বেলুড় মঠে রীতি মেনে এবারও হচ্ছে কুমারী পূজা। ভক্ত প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও ইউটিউবের মাধ্যমে কুমারী পূজা দেখানোর ব্যবস্থা রেখেছেন কর্তৃপক্ষ।

দুর্গোৎসবে মেতে উঠেছে বাঙালি। কলকাতার মন্ডপে মানুষের ঢল দেখলে মনেই হয় না করোনাভাইরাস বলে কিছু আছে। জায়গায় জায়গায় বারোয়ারী দুর্গাপূজার পাশাপাশি বেলুড় মঠে পূজা হচ্ছে। এক শ ২০ বছরের রীতি মেনে মহাষ্টমীতে শুরু হয়েছে কুমারী পূজা।

কিন্তু এবারও ভক্ত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মঠ কর্তৃপক্ষ। তবে ইউটিউবের মাধ্যমে সেই পূজার বিভিন্ন অংশ ভক্ত সাধারণকে দেখানোর ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ।

বুধবার, বেলুড় মঠের প্রথা অনুযায়ী মঙ্গলারতির পর শুরু হয় মহাষ্টমীর পূজা। সকাল ৯টার পর শুরু হয় কুমারী পূজা। এ বছরের কুমারী দক্ষিণ কলকাতার সোমশেখর চক্রবর্তী ও শ্বেতশ্রী চক্রবর্তীর কন্যা শরণ্যা। বেলুড় মঠের সন্ন্যাসীদের কোলে চেপে মণ্ডপে প্রবেশ করেছে ৫ বছরের শরণ্যা। তারপর তাকে উমা রূপে পূজা করা হয়।

করোনা পরিস্থিতির কথা ভেবে ছোট্ট কুমারীর মুখেও মাস্ক পরিয়ে দেয়া হয়। উপস্থিত সবাই মাস্ক পরেছিলেন।

চিন্ময়ী রূপে বেলুড় মঠে প্রথম কুমারী পূজা চালু করেন স্বামী বিবেকানন্দ, সারদা মার উপস্থিতিতে ১৯০১ সালে। স্বামী বিবেকানন্দ শঙ্খ, বাদ্য, অর্ঘ্য, বলয়, বস্ত্রাদি সহযোগে মহাষ্টমীতে নয় জন কুমারীকে পূজা করেছিলেন এইদিনে। সেই থেকে বেলুড় মঠে কুমারী পূজা হয়ে আসছে।

বেলুড় মঠের কুমারী পূজা দেখতে বহু ভক্তের সমাবেশ হয়। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের জন্য গত বছরের মতো এ বছরেও হাইকোর্টের নির্দেশ মেনে মঠে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। মঠ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, পূজার জায়গায় ২০-২৫ জনের বেশি সন্ন্যাসী থাকবেন না। পূজার সঙ্গে যুক্ত এবং কুমারীর সঙ্গের পরিজনদের আরটিপিসিআর টেস্ট করা হয়েছে। দেখে নেয়া হয়েছে, কুমারীর বয়স অনুযায়ী সবগুলো প্রতিষেধক দেয়া হয়েছে কিনা।

এ বিভাগের আরো খবর