বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাথা দিয়ে ইট ভেঙে, রড বাঁকিয়ে দেখাল উত্তর কোরিয়ার সেনারা

  •    
  • ১৩ অক্টোবর, ২০২১ ২০:৩৬

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমে বলা হয়, শত্রুপক্ষকে নিজেদের শক্তির প্রমাণ দিতেই অভূতপূর্ব এ প্রদর্শনীর আয়োজন করে পিয়ংইয়ং। এর মাধ্যমে বিভিন্ন দেশকে বার্তা দেয়া হয়েছে যে, ‘দেশকে সুরক্ষিত রাখার জন্য নিজেদের লোহার মুষ্টি নিয়েই প্রস্তুত’ উত্তর কোরিয়ার সেনারা।

উত্তর কোরিয়ার যুদ্ধাংদেহী সেনাদের দক্ষতার এক ঝলক বিশ্বকে দেখাল দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।

প্রকাশিত ভিডিও ফুটেজে খালি হাতে বিভিন্ন বস্তু ভেঙে গুঁড়িয়ে দিতে দেখা গেছে সেনাদের।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাজধানী পিয়ংইয়ংয়ে এক প্রতিরক্ষা প্রদর্শনীর মঞ্চে নিজেদের দক্ষতার চাক্ষুষ প্রমাণ দেয় পেশীবহুল সেনারা।

এ প্রদর্শনী উপভোগ করেন স্বয়ং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। উপস্থিত ছিলেন দেশটির অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও।

প্রদর্শনীতে তীব্র পেশিশক্তি ব্যবহার করে ইট আর টাইলসের স্তুপ খালি হাতে ভাঙতে দেখা যায় সেনাদের।

কয়েকজন সেনা ভাঙা কাঁচের টুকরো আর লোহার পেরেকের ওপর খালি গায়ে শুয়েছিলেন, যাদের দেহের ওপর কংক্রিটের স্ল্যাবের স্তুপ রেখে ভারী হাতুড়ি দিয়ে আঘাত করে সেগুলো ভাঙতে দেখা যায় অন্য সেনাদের। অক্ষত ছিলেন কংক্রিটের স্ল্যাবের নিচে শুয়ে থাকা সেনারা।

এক সেনার পিঠে লাঠি দিয়ে তীব্র শক্তিতে আঘাত করতে দেখা যায় সহকর্মীদের। এতে ওই সেনার কোনো ক্ষতি হয়নি, বরং লাঠিগুলোই ম্যাচের কাঠির মতো ভেঙে গেছে।

প্রদর্শনীর চূড়ান্ত পর্বে ছিল গলা ব্যবহার করে মোটা লোহার রড বাঁকানো এবং খালি হাতে কেবল পেশিশক্তি ব্যবহার করে সুতোর মতো লোহার শেকল ছিঁড়ে ফেলছেন সেনারা।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমে বলা হয়, শত্রুপক্ষকে নিজেদের শক্তির প্রমাণ দিতেই অভূতপূর্ব এ প্রদর্শনীর আয়োজন করে পিয়ংইয়ং।

এর মাধ্যমে বিভিন্ন দেশকে বার্তা দেয়া হয়েছে যে, ‘দেশকে সুরক্ষিত রাখার জন্য নিজেদের লোহার মুষ্টি নিয়েই প্রস্তুত’ উত্তর কোরিয়ার সেনারা।

বলাই বাহুল্য, বিপজ্জনক এসব কৌশল বাড়িতে চর্চা না করাই উত্তম।

এ বিভাগের আরো খবর