আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানকে স্বীকৃতি দিতে ব্যর্থ হলে কট্টর ইসলামপন্থি গোষ্ঠীটি ২০ বছর আগের শাসনামলে ফিরে যেতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।
সাক্ষাৎকারে আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক, অধিকৃত কাশ্মীরে ভারতের পদক্ষেপ, উইঘুরদের নিয়ে চীনের তৎপরতার বিরুদ্ধে অভিযোগসহ অন্যান্য বিষয়ে কথা বলেন ইমরান।
আফগান প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, ২০ বছরের গৃহযুদ্ধ আফগানিস্তানকে বিধ্বস্ত করে দিয়েছে।
তিনি বলেন, ‘ত্যাগ স্বীকার করা তালেবানের সদস্যরা বহু বছর পর সরকারে অংশ নেয়ার মাধ্যমে পুরস্কৃত হতে চাইছেন।
‘তালেবানের সদস্যরা আন্তর্জাতিক স্বীকৃতি পেতে চাইছেন। তারা এখন অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের পাশাপাশি মানবাধিকার সমুন্নত রাখার কথাও বলছেন।
‘এ ছাড়া কোনো সন্ত্রাসী সংগঠনকে আফগানিস্তানে আশ্রয় না দেয়ারও অঙ্গীকার করেছে তালেবান।’
ইমরান বলেন, ‘বিশ্বকে অবশ্যই আফগানিস্তানের সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। তা না হলে তালেবানের ভেতরে থাকা উগ্রপন্থিরা ২০ বছর আগের শাসনে ফিরে যেতে পারে। আর এটি হলে এই অঞ্চলে বিপর্যয় নেমে আসবে।’
তিনি সতর্ক করে বলেন, ‘আফগানিস্তানে ফের বিশৃঙ্খলা দেখা দিলে ইসলামিক স্টেটের (আইএস) মতো অন্যান্য সন্ত্রাসী সংগঠন ফের দেশটিতে মাথাচাড়া দেবে, যা নিয়ে সব দেশই উদ্বেগে রয়েছে।’
ইমরান আরও বলেন, ‘আফগানিস্তানের একটি স্থিতিশীল সরকারই পারে আইএসকে ঠেকাতে। এ ছাড়া আর কোনো বিকল্প নেই।’
তালেবান সরকারকে বিচ্ছিন্ন ও তাদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করলে আফগানিস্তান ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যে পড়তে পারে বলেও সতর্ক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান।
বিশ্বনেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘তালেবানকে এভাবে বিচ্ছিন্ন করে রাখলে সোভিয়েত ও যুক্তরাষ্ট্রের বাহিনী ১৯৮৯ সালে আফগানিস্তান ছাড়ার পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সে সময়ে ফিরে যেতে পারে আফগানিস্তান।’
সোভিয়েত ও মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার পর গৃহযুদ্ধ শুরু হয় আফগানিস্তানে। ওই সময় দুই লাখ আফগান প্রাণ হারায় বলেও স্মরণ করিয়ে দেন ইমরান।