আফগান মেয়ে ও নারী বিষয়ে তালেবান তাদের অঙ্গীকার ভঙ্গ করায় ক্ষোভ প্রকাশ করে এর কড়া সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের দুই দিনের বৈঠক শেষে সোমবার সাংবাদিকদের তিনি এ বার্তা দেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
জাতিসংঘের মহাসচিব বলেন, ‘ক্ষমতায় আসার পর আফগানিস্তানের মেয়ে ও নারী ইস্যুতে বেশ কয়েকটি অঙ্গীকার করেছিল তালেবান। সেসব অঙ্গীকারের কোনোটিই রাখেনি গোষ্ঠীটি। এ ঘটনা আমাকে বিশেষভাবে উদ্বিগ্ন করেছে।’
তিনি বলেন, ‘আফগান মেয়ে ও নারীদের ক্ষেত্রে তালেবান যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, সেসব রাখতে আমি গোষ্ঠীটির কাছে জোরালো আবেদন জানাচ্ছি। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতেও তালেবানকে আহ্বান জানানো হচ্ছে।’
গুতেরেস বলেন, ‘আফগান নারী ইস্যুতে কথা বলা থামাবে না জাতিসংঘ। এ নিয়ে তালেবানকে প্রতিনিয়ত চাপ দেয়া হবে।
‘অঙ্গীকার অনুযায়ী কাজ না করলে আফগান মেয়ে ও নারীদের স্বপ্ন ভেঙে যাবে।’
২০০১ সালে তালেবান ক্ষমতা থেকে উৎখাত হওয়ার পর ৩০ লাখ আফগান মেয়ে স্কুলে ভর্তি হওয়ার পাশাপাশি দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের পড়াশোনার গড় হার বেড়ে যায় বলেও মন্তব্য করেন গুতেরেস।
জাতিসংঘের মহাসচিব সতর্ক করে বলেন, ‘আফগানিস্তানের অর্থনীতির ৮০ শতাংশ অনানুষ্ঠানিক, যেখানে নারীর অবদান উল্লেখযোগ্য হারে বেশি।
‘নারী ব্যতীত আফগান অর্থনীতি ও সমাজের পুনরুদ্ধার সম্ভব নয়।’
আফগানিস্তানের বিপর্যস্ত অর্থনীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব। বৈদেশিক সাহায্যনির্ভর আফগানিস্তান চলতি বছরের আগস্টে তালেবান দখলের পর দেশটির বাইরের দেশে থাকা সম্পদ জব্দ করা হয়। এ ছাড়া পশ্চিমা বিভিন্ন দেশ উন্নয়ন সহযোগিতাও বন্ধ করে দেয়।
এ বিষয়ে গুতেরেস বলেন, ‘আফগানিস্তানের অর্থনৈতিক সংকট নিরসনে আমাদের ভিন্ন পথ খুঁজতে হবে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন বা নীতির সঙ্গে আপস না করেও এটি সম্ভব।'
আফগান অর্থনীতি ভেঙে পড়া ঠেকাতে দ্রুত পদক্ষেপ নিতে বিশ্বের কাছে আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব।