বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আন্দোলনের মুখে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

  •    
  • ১০ অক্টোবর, ২০২১ ১৮:১৪

আন্দোলনরত কৃষকরা জানিয়েছেন, গত রোববার তাদের মিছিলের ওপর প্রতিমন্ত্রীর ছেলে চলন্ত গাড়ি তুলে দেন। এ সময় ঘটনাস্থলে দুই কৃষক নিহত হন। গুরুত্বর আহত অপর দুই কৃষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কৃষকরা অভিযোগ করেন, এ সময় প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রা ওই গাড়িতে ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সদস্য অজয় মিশ্রার ছেলে আশিস মিশ্রাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর প্রদেশের লাখিমপুর খেরি এলাকায় আন্দোলনরত কৃষকদের ওপর গাড়ি তুলে দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রার ছেলে আশিসকে শনিবার পুলিশ হেফাজতে নেয়া হয়। এর আগে দিনব্যাপী তাকে লাখিমপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হয়।

আন্দোলনরত কৃষকরা জানিয়েছেন, গত রোববার তাদের মিছিলের ওপর প্রতিমন্ত্রীর ছেলে চলন্ত গাড়ি তুলে দেন। এ সময় ঘটনাস্থলে দুই কৃষক নিহত হন। গুরুতর আহত অপর দুই কৃষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কৃষকরা অভিযোগ করেন, এ সময় প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রা ওই গাড়িতে ছিলেন।

ওই ঘটনায় বিক্ষোভকারীদের পিটুনিতে প্রতিমন্ত্রীর ছেলের সঙ্গে থাকা বিজেপির তিন কর্মী ও একজন গাড়িচালক নিহত হন।

প্রতিমন্ত্রী বরাবরের মতোই দাবি করেন সেই গাড়িবহরে তার ছেলে আশিস মিশ্রা ছিলেন না।

এদিকে আশিস মিশ্রা প্রথম দিকে গাড়িবহরে থাকার কথা অস্বীকার করলেও পরে জানান, তাদের গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে কৃষকদের মিছিলে ওঠে পড়েন। তবে তিনি দাবি করেন, মিছিল থেকে তাদের গাড়িবহর লক্ষ্য করে ইটের টুকরা ও পাথর ছুড়লে চালক নিয়ন্ত্রণ হারান।

প্রতিমন্ত্রীর ছেলে জানান, উত্তেজিত কৃষকদের হামলা থেকে বাঁচতে তিনি পালিয়ে যান। কৃষকরা তাদের গাড়িবহরে হামলা চালান ও একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেন।

দেশটির বিরোধী দল ও কৃষকদের সংগঠনগুলোর প্রতিবাদের মুখে এর পরের দিন প্রতিমন্ত্রী ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ এনে পুলিশ তদন্ত শুরু করে।

এ বিভাগের আরো খবর