আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। তবে প্রত্যক্ষদর্শীরা ও জাতিসংঘের সহায়তা কর্মসূচির কর্মীরা জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০০ ছাড়াতে পারে।
শুক্রবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামলার সময় শিয়া মুসলমানদের ওই মসজিদটিতে প্রায় ৩০০ মুসল্লি নামাজ পড়ছিলেন।
এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও হামলার জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট অফ খোরাসানকে (আইএসকে) দায়ী করছেন স্থানীয়রা। সুন্নি মুসলমানদের এই গোষ্ঠীটি শিয়াদের ইসলাম ধর্মের অনুসারী মনে করে না।
৩ অক্টোবর কাবুলের এক মসজিদের বাইরে বোমা হামলায় প্রাণ হারান অন্তত পাঁচজন। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের প্রয়াত মায়ের দোয়া অনুষ্ঠানে ওই হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্রের সেনারা আফগানিস্তান ছাড়ার সময় ২৬ আগস্ট বিমানবন্দরের বাইরে এক বোমা হামলা হয়। এতে প্রাণ হারান ১৭০ জন, তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৩ সেনাও ছিলেন। পরে তালেবানের প্রতিদ্বন্দ্বী সংগঠন ইসলামিক স্টেট খোরাসান ওই হামলার দায় স্বীকার করে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান।
ইতোমধ্যে দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে কট্টর ইসলামপন্থি গোষ্ঠীটি।