করোনাভাইরাস মহামারির আঘাত কাটিয়ে পর্যটন খাতকে চাঙা করতে ১৫ অক্টোবর থেকে ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। তবে শুধু চার্টার্ড বিমানে যারা ভারতে যাবেন, তারাই এই সুবিধা পাবেন।
সাধারণ বিমানে আসা বিদেশি পর্যটকদের জন্য ১৫ নভেম্বর থেকে ভিসা চালুর ঘোষণা দিয়েছে দেশটি।
বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
করোনা মহামারির কারণে বন্ধের প্রায় দেড় বছর পর ভিসা চালুর এ ঘোষণা দিল ভারত সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, পর্যটকরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে বিভিন্ন রাজ্যের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখনও প্রায় প্রতিদিন ২০ হাজারের মতো নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছেন। মহামারি এখনও শেষ হয়ে যায়নি।
পূজার উৎসবের মধ্যেও ঠিকমতো স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।