বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কংগ্রেস ব্যর্থ, বিজেপিকে হারাতে পারে তৃণমূল: মমতা

  •    
  • ৭ অক্টোবর, ২০২১ ১০:৫৬

মমতা বন্দ্যোপাধ্যায় এক নিবন্ধে লিখেছেন, ‘দেশের মানুষের দাবি দিল্লির মসনদ থেকে সরাতে হবে ফ্যাসিবাদী, স্বৈরাচারী বিজেপিকে। মানুষের আশা-ভরসা এখন তৃণমূল কংগ্রেসকে ঘিরে। পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে দেশের বিভিন্ন রাজ্য থেকেও ডাক আসছে। আপনারা আসুন। নতুন ভারত গড়তে নেতৃত্ব দিক পশ্চিমবঙ্গ।’

ব্যর্থ কংগ্রেস নয়, বিজেপিকে হারাতে পারে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুখপত্র দৈনিক জাগো বাংলার উৎসব সংখ্যায় ‘দিল্লির ডাক’ শীর্ষক নিবন্ধে কংগ্রেসের বিরুদ্ধে এমন মন্তব্যই করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরুল মঞ্চে বুধবার মুখ্যমন্ত্রীর হাতে উন্মোচিত তৃণমূলের দৈনিক মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যায় ‘দিল্লির ডাক’ শীর্ষক নিবন্ধে মমতা লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে ছিল গোটা দেশের মানুষ। তারা দেখেছেন, কীভাবে ঝাঁপিয়েছিল গোটা দেশের বিজেপি নেতারা। এরপর তারা বুঝতে পারছেন, বিজেপির মিলিত শীর্ষ শক্তিকে হারানো যায়। এই লড়াইয়ের মডেল পশ্চিমবঙ্গ। আর এটা করতে পারে তৃণমূল।’

২০২৪ সালে দিল্লির বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে গোটা দেশের মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর সবচেয়ে বেশি ভরসা করছেন বলেও দাবি তৃণমূল নেত্রী মমতার।

ওই নিবন্ধে তিনি লিখেছেন, ‘দেশের মানুষের দাবি, দিল্লির মসনদ থেকে সরাতে হবে ফ্যাসিবাদী, স্বৈরাচারী বিজেপিকে। মানুষের আশা-ভরসা এখন তৃণমূল কংগ্রেসকে ঘিরে। পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে দেশের বিভিন্ন রাজ্য থেকেও ডাক আসছে। আপনারা আসুন। নতুন ভারত গড়তে নেতৃত্ব দিক পশ্চিমবঙ্গ।’

মমতা নতুন ভারত গড়তে বিজেপিবিরোধী জোটে কংগ্রেসকে বাদ না দিলেও কংগ্রেসের ব্যর্থতা তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘বাস্তবতা হলো, সাম্প্রতিক অতীতে কংগ্রেস দিল্লি দরবারে বিজেপির বিরুদ্ধে মোকাবিলায় ব্যর্থ হয়েছে। গত দুটি লোকসভা নির্বাচনই তার প্রমাণ। দিল্লিতে যদি লড়াই না থাকে, তাহলে মানুষের মনোবল কমে যায় এবং লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যগুলোতে কিছু বেশি ভোট পেয়ে যায়। সেটা এবার কিছুতেই হতে দেয়া চলবে না।’

বিজেপিবিরোধী জোটের নেতৃত্ব নিয়ে তৃণমূল ভাবছে না বলে জানান মমতা। তবে কংগ্রেসকে বাস্তব পরিস্থিতির কথা মাথায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। মনে করিয়ে দিয়েছেন, কীভাবে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে একক লড়াইয়ের মুখ হয়ে উঠেছিল তৃণমূল।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সেই সিপিএম আজ ক্ষীণ শক্তি, প্রাসঙ্গিকতা থেকে বহুদূরে। আর সময়ের সঙ্গে বিজেপির বিরুদ্ধে আসল লড়াইয়ের মুখ হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসই। গোটা দেশে এ সত্য প্রতিষ্ঠিত।’

‘দিল্লির ডাক’ এ মমতা আরও লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে যা হয়েছে সেটা ইতিহাসে একটা মডেল। দেশের মানুষ এই মডেলের ওপর ভরসা রাখছেন। তারা তৃণমূলকে ঘিরে স্বপ্ন দেখছেন। তৃণমূল বিজেপিবিরোধী সবাইকে নিয়ে চলতে চায়, কিন্তু যে মডেলকে ঘিরে মানুষের উৎসাহ তাকে তো মানুষের সামনে কার্যকরভাবে পেশ করতে হবে। আমরা কখনই কংগ্রেসকে বাদ দিয়ে মঞ্চের কথা ভাবছি না, বলছি না। কিন্তু নিজেদের অঙ্কে জোট নয়, দেশের স্বার্থে একজোট হতে হবে।’

মমতার এমন নিবন্ধের প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘লক্ষ্য করলে দেখা যাবে, ভারতের দুটি দলকে বিজেপি পেছন থেকে মদত করছে শুধু কংগ্রেসকে খতম করার জন্য। একটা দলের নাম উত্তর প্রদেশ কংগ্রেস, আর একটা তৃণমূল। দেশে যেখানে কংগ্রেস লড়াই করছে, সেখানে গিয়ে কংগ্রেসের ক্ষতি করবে তৃণমূল। আর বিজেপিকে ঘুরিয়ে সাহায্য করবে। আর বাংলায় ভাষণবাজি করবে, মোদির বিরুদ্ধে কংগ্রেস লড়তে পারে না। তৃণমূল লড়ে।’

এ বিভাগের আরো খবর