বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মমতাই মুখ্যমন্ত্রী, ন্যাড়া হয়ে বিজেপি ছাড়ার ঘোষণা এমপির

  •    
  • ৬ অক্টোবর, ২০২১ ১০:১০

ত্রিপুরায় নিজ দল ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সমালোচনা করায় অনেকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন বিজেপি নেতা আশিস দাস। তিনি বলেন, ‘রাজ্যে আর বিজেপির এমন অরাজনৈতিক ও নৈরাজ্যবাদী আচরণ মেনে নেয়া যায় না। এর একটা বিহিত হওয়া দরকার। রাজ্যের মানুষ এমন শাসনে খুব ভীত, তারা এর থেকে মুক্ত চান।’

বিধানসভার নির্বাচনে ব্যাপক জয় নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে সরকার গঠন করে তৃণমূল। দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় হন সরকারের মুখ্যমন্ত্রী। তবে নিজ আসনে হেরে যান মমতা।

তাই সংবিধান অনুযায়ী তাকে মুখ্যমন্ত্রী থাকতে হলে ছয় মাসের মধ্যে কোনো একটি আসনে জিততে হতো।

মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখার উপনির্বাচন ৩ অক্টোবর ভবানীপুর আসন থেকে বিশাল জয় পান মমতা বন্দ্যোপাধ্যায়।

এনডিটিভির খবরে বলা হয়, মমতার জয়ে যখন নিশ্চিত তিনিই থাকছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ঠিক তখন পাশের রাজ্য ত্রিপুরার এক এমপি মাথা ন্যাড়া করে কলকাতার কালীঘাটে পূজায় বসেন।

ত্রিপুরা বিজেপির নেতা ও সেখানকার সুরমা আসনের এমপি আশিস দাস আগেই ঘোষণা দিয়েছিলেন, মমতা জিতে মুখ্যমন্ত্রী হলে তিনি মাথা ন্যাড়া করবেন, দেবেন কালীঘাটে পূজা। কলকাতার কালীঘাটেই বাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কথামতো তা করেছেন আশিস দাস। সঙ্গে ঘোষণা দেন বিজেপি ছাড়ার। এর মূল কারণ হিসেবে তিনি বলছেন, ত্রিপুরায় সরকারের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হতেই তার এই পদক্ষেপ।

বিজেপি ত্রিপুরায় ‘রাজনৈতিক নৈরাজ্য ও বিশৃঙ্খলা’ তৈরির জন্য দায়ী; এমন অবস্থায় ত্রিপুরার জনগণ খুশি নন বলে অভিযোগ তোলেন আশিস দাস। রাজ্য সরকার তার কাজ সঠিকভাবে করতে পারছে না বলেও অভিযোগ তোলেন তিনি।

অবশ্য অনেকেই বলছেন, ত্রিপুরায় ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে নজর দিয়েছে তৃণমূল। সে জন্য দলও গোছাতে জোর দিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলটি। তাই এমপি আশিস দাস চাইছেন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে। আর সে কারণেই এমন আয়োজন।

ত্রিপুরায় নিজ দল ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সমালোচনা করায় অনেকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন বিজেপি নেতা আশিস দাস।

তিনি বলেন, ‘রাজ্যে আর বিজেপির এমন অরাজনৈতিক ও নৈরাজ্যবাদী আচরণ মেনে নেয়া যায় না। এর একটা বিহিত হওয়া দরকার। রাজ্যের মানুষ এমন শাসনে খুব ভীত, তারা এর থেকে মুক্ত চান।’

অবশ্য বিজেপি বলছে, তারা নিজ দল সম্পর্কে এমন মন্তব্য করার কারণ জানতে চাইবে আশিস দাসের কাছে। এমনকি শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দলটি।

এ বিভাগের আরো খবর