বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রিয়াঙ্কা গান্ধী আটক

  •    
  • ৪ অক্টোবর, ২০২১ ১২:৪২

উত্তর প্রদেশের লখিমপুরের খিরিতে রোববার বিজেপি ও কৃষকদের সংঘর্ষ হয়। তাতে নিহত আটজনের মধ্যে চারজনই কৃষক। ঘটনার রাতেই লখিমপুর খেরির উদ্দেশে রওনা দেন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন কয়েকজন নেতা-কর্মী। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সীতাপুরে তাদের আটক করে পুলিশ।

উত্তর প্রদেশে কৃষক হত্যার প্রতিবাদে নেতাদের নিয়ে সেখানে যাওয়ার পথে ভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ।

উত্তর প্রদেশের লখিমপুরের খিরিতে রোববার বিজেপি ও কৃষকদের সংঘর্ষ হয়। তাতে নিহত আটজনের মধ্যে চারজনই কৃষক।

ঘটনার রাতেই লখিমপুর খেরির উদ্দেশে রওনা হন প্রিয়াঙ্কা। সঙ্গে ছিলেন কয়েকজন নেতা-কর্মী। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সিতাপুরে তাদের আটক করে পুলিশ। সোমবার ভোরের দিকে তাদের গ্রেপ্তার দেখানো হয় বলেও কোনো কোনো সংবাদমাধ্যম বলছে।

প্রিয়াঙ্কা ও তার নেতা-কর্মীদের আঘাতও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ প্রিয়াঙ্কাকে লখিমপুর যেতে নিষেধ করছে। অন্য দিকে প্রিয়াঙ্কার দাবি, তাকে আটকানোর অধিকার নেই পুলিশের। তিনি পুলিশের কাছে জানতে চান, তাদের কাছে ওয়ারেন্ট রয়েছে কি না।

কৃষকরা রোববার লখিমপুরের খিরিতে জড়ো হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের ডেপুটি মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের সফর ঠেকাতে।

প্রত্যক্ষদর্শী কৃষকেরা জানান, কেশব প্রসাদের গাড়ি বিক্ষোভকারীদের ওপর চালিয়ে দেয়া হলে শুরু হয় সহিংসতা। ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভস্থলে অগ্নিসংযোগ চালানো হচ্ছে, বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হচ্ছে।

কংগ্রেসের টুইট করা ভিডিওতে দেখা যায়, প্রিয়াঙ্কা বলছেন তাকে সিতাপুর পুলিশ লাইনে নিয়ে যাওয়া হচ্ছে এবং সমর্থকদের সেখানে আসার জন্য আহ্বান জানাচ্ছেন।

পুলিশের উদ্দেশে প্রিয়াঙ্কাকে বলতে শোনা যায়, ‘আপনারা যেসব মানুষকে মেরেছেন তাদের চাইতে আমি গুরুত্বপূর্ণ কেউ নই। আমাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখান বা অন্যকোনো আইনি ভিত্তি দেখান। অন্যথায় আমি এখান থেকে নড়ব না, আমাকে স্পর্শও করবেন না।’

বোন প্রিয়াঙ্কার আটক হওয়ার পর পরই তার ও কৃষকদের সমর্থনে টুইট করেছেন রাহুল গান্ধী। বলেছেন, কৃষকদের জয় হবেই।

টুইটারে রাহুল লিখেছেন, ‘প্রিয়াঙ্কা, আমি জানি তুমি পিছু হটবে না। তারা তোমার সাহসে স্তম্ভিত। এটি ন্যায় বিচারের জন্য অহিংস যুদ্ধ। আমরা দেশের অন্নদাতাদের (কৃষকদের) জেতাব।’

এ বিভাগের আরো খবর