আফগানিস্তানের কাবুলে একটি মসজিদের বাইরে বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। তবে বিস্ফোরণের কারণ বা হতাহতের সংখ্যা জানা যায়নি।
রোববার বিকেলে বিস্ফোরণের ঘটনাস্থল শহরের ঈদগাহ মসজিদে দেশটির সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদের প্রয়াত মায়ের জন্য দোয়া অনুষ্ঠান চলছিল।
এক টুইটবার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জাবিহুল্লাহ মুজাহিদ।
সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিস্ফোরণে তালেবান যোদ্ধাদের কেউ হতাহত হননি। হতাহতদের সবাই বেসামরিক নাগরিক।
বার্তা সংস্থা এপিকে বিষয়টি নিশ্চিত করেছেন তালেবানের মুখপাত্র বিলাল কারিমি।
এখন পর্যন্ত কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
এর আগে যুক্তরাষ্ট্রে সেনারা আফগানিস্তান ছাড়ার সময় ২৬ আগস্ট বিমানবন্দরের বাইরে এক বোমা হামলা হয়। এতে প্রাণ হারান ১৭০ জন, এদের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৩ সেনাও ছিলেন। পরে তালেবানের প্রতিদ্বন্দ্বী সংগঠন ইসলামিক স্টেট-খোরাসান (আইএসকে) ওই হামলার দায় স্বীকার করে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান।
ইতিমধ্যে দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে কট্টর ইসলামপন্থি গোষ্ঠীটি।