বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হোয়াইট হাউসের তরুণীদের যৌন টিপ্পনি কাটতেন ট্রাম্প

  •    
  • ২ অক্টোবর, ২০২১ ২৩:১৮

সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সাধারণত সকাল ১০টায় আগে ঘুম থেকে উঠতেন না। তিনি মনে করতেন আরাম আয়েশে থাকলে রূপ-লাবণ্য বাড়ে। অধিকাংশ সময় রূপচর্চা আর শরীরের যত্ন নিয়ে ব্যস্ত থাকতেন মেলানিয়া। ঘন ঘন স্পা আর ফেসিয়াল করার প্রতি তার ঝোঁক ছিল।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার কর্মীদের সঙ্গে অনেক বেশি দুর্ব্যবহার, পুতিনের মতো একনায়কদের তোষামোদ আর হোয়াইট হাউসের তরুণী কর্মীদের নিয়ে যৌন হয়রানিমূলক মন্তব্য করতেন।

অন্যদিকে, সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে তার নির্ধারিত কার্যালয়ে মাত্র কয়েকবার উপস্থিত হয়েছিলেন। সাধারণত সকাল ১০টার আগে তিনি ঘুম থেকে উঠতেন না। তিনি মনে করতেন আরাম আয়েশে থাকলে রূপ-লাবণ্য বাড়ে।

অধিকাংশ সময় রূপচর্চা আর শরীরের যত্ন নিয়ে ব্যস্ত থাকতেন মেলানিয়া। ঘন ঘন স্পা আর ফেসিয়াল করার প্রতি তার ঝোঁক ছিল।

ট্রাম্প ও মেলানিয়ার দূত হিসেবে কাজ করা স্টিফেন গ্রিসামের প্রকাশিত হতে যাওয়া বইয়ে উঠে এসেছে এমন সব কথা।

ট্রাম্প ও মেলানিয়ার দূত হিসেবে কাজ করা স্টিফেনি গ্রিসামের বই প্রকাশিত হবে মঙ্গলবার। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে মঙ্গলবার। তবে এরিই মধ্যে নিউ ইয়র্ক টাইমসসিএনএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাছে চলে এসেছে প্রকাশের আগেই তুমুল আলোড়ন সৃষ্টিকারী বই ‘আই উইল টেক ইউর কোয়েশ্চান নাউ’।

ট্রাম্পের সাবেক মুখপাত্র স্টিফেনি গ্রিসামের বইতে বলা হয়েছে, তার (গ্রিসাম) চোখে চোখ রেখে ট্রাম্প বলতে চেয়েছেন হোয়াইট হাউসে তরুণীদের সুবিধা বাড়িয়ে দেয়ার পাশাপাশি সুন্দরীদের সংখ্যা বাড়ানো হোক।

বইতে বলা হয়েছে, হোয়াইট হাউসের একজন সুন্দরী ও আকর্ষণীয় নারী কর্মীকে ট্রাম্প প্রায় দেশটির প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানের কেবিনে উঠাতে চাইতেন।

এই বইয়ের কঠোর সমালোচনা করে ট্রাম্পের মুখপাত্র লিজ হ্যারিংটোন বলেন, ট্রাম্প ও তার পরিবারকে হেয় করতে মিথ্যা আর বানোয়াট গল্প দিয়ে বই প্রকাশের মতো এমন ন্যাক্কারজনক চেষ্টা করছেন গ্রিসাম।

মেলানিয়া ট্রাম্পের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, তার মর্যাদা ক্ষুন্ন করতে এমন অপচেষ্টায় লিপ্ত হয়েছেন একান্ত দূত হিসেবে অপরিপক্ক ও অযোগ্য এই স্টিফেনি গ্রিসাম।

এ বিভাগের আরো খবর