লিবিয়ার পশ্চিমাঞ্চলে অভিবাসনবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় আটক করা হয়েছে পাঁচ শতাধিক নারী, শিশুসহ চার হাজার মানুষকে।
রাজধানী ত্রিপোলির ১২ কিলোমিটার পশ্চিমে অবৈধ অভিবাসী ও শরণার্থীকেন্দ্রিক গারগারেশ শহরে চালানো এই অভিযানে তাদের আটক করা হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই শহরটিতে নিয়মিত অভিবাসনবিরোধী অভিযান চালানো হলেও এবারের অভিযানটি ছিল সবচেয়ে ভয়াবহ।
অভিযানের নেতৃত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, পুলিশের তালিকাভুক্ত কোনো মানব পাচারকারী অথবা চোরাকারবারিকে এ সময় গ্রেপ্তার করা যায়নি।
নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের লিবিয়াবিষয়ক পরিচালক ড্যাক্স রোকে এক বিবৃতিতে শুক্রবার বলেন, ‘এমন বিধিবহির্ভূত ও নির্বিচারে আটকের শিকার অভিবাসনপ্রত্যাশীরা বন্দিশিবিরগুলোতে নিপীড়ন ও অসদাচরণের ঝুঁকিতে রয়েছেন।
‘লিবিয়ায় অভিবাসী ও শরণার্থীরা, বিশেষত যাদের বৈধ কাগজপত্র নেই এমন সব মানুষ বিধিবহির্ভূত আটকের শিকার হয়ে থাকেন। দেশটির বন্দিশিবিরগুলোতে নির্যাতন, যৌন সহিংসতা ও নিপীড়নের শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছেন অভিবাসনপ্রত্যাশীরা।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিতে দেখা যায়, শতাধিক অভিবাসীকে হাতকড়া পরিয়ে বসিয়ে রাখা হয়েছে আর অনেককে পুলিশের গাড়িতে ওঠানো হচ্ছে।