বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজনীতি ছাড়ছেন দুতের্তে

  •    
  • ২ অক্টোবর, ২০২১ ১৯:০০

ফিলিপাইনের সংবিধানে দেশটির প্রেসিডেন্টের ছয় বছর ক্ষমতায় থাকার বিধান আছে। দুতের্তের মেয়ে সারা দুতের্তে-ক্যাপ্রিও যিনি এখন দক্ষিণাঞ্চলীয় শহর দাভাওয়ের মেয়র, তিনি সামনের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়বেন বলে মিশ্র বার্তা পাওয়া যাচ্ছে।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে জানিয়েছেন, তিনি আগামী ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে আর লড়বেন না। সেই সঙ্গে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন।

গত মাসেও তিনি জানান, ২০২২ সালের ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে তিনি লড়বেন। তবে দেশটির সংবিধানের বিধিতে তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন না।

বিবিসির খবরে বলা হয়, দুতের্তে এখন তার আগের কথা ফিরিয়ে নিচ্ছেন, বলছেন, ‘যেহেতু ফিলিপিনোরা মনে করেন আমি যোগ্য না।’

তবে তার এই ঘোষণা এমন একটা সময় এলো যখন তার মেয়ে প্রেসিডেন্ট পদে লড়াই করার প্রস্তুতির কথা জানিয়েছেন তখন।

দুতের্তে অনেক আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত, তার শারীরিক গঠন নিয়েও দেশটিতে নানা কথা প্রচলিত। তিনি ২০১৬ সালে দেশটিতে অপরাধ দমন ও মাদকবিরোধী এক প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষমতায় আসেন।

পাঁচ বছর ক্ষমতায় থাকার সময় তিনি হাজারো ব্যক্তিকে খুনের পেছনে দেশটির পুলিশকে উৎসাহিত করেছেন। মাদকবিরোধী অভিযানের নামে দেশটিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্যও দুতের্তেকে দায়ী করা হয়।

ফিলিপাইনের সংবিধানে দেশটির প্রেসিডেন্টের ছয় বছর ক্ষমতায় থাকার বিধান আছে। দুতের্তের মেয়ে সারা দুতের্তে-ক্যাপ্রিও যিনি এখন দক্ষিণাঞ্চলীয় শহর দাভাওয়ের মেয়র, তিনি সামনের নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়বেন বলে মিশ্র বার্তা পাওয়া যাচ্ছে।

অবশ্য গত মাসে তিনিও ঘোষণা দেন, তিনি ও তার বাবা যেকোনো একজনই আগামী নির্বাচনে লড়াই করবেন।

এ বিভাগের আরো খবর