কানাডার কুইবেক অঙ্গরাজ্যে হাসপাতালে আদিবাসী এক নারীর মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে বর্ণবাদ ও কুসংস্কার ভূমিকা রাখে বলে করোনার প্রতিবেদনে উঠে এসেছে।
স্থানীয় সময় শুক্রবার ওই প্রতিবেদন প্রকাশিত হয় বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।
মৃত ৩৭ বছর বয়সী জয়েস ইচাকুয়ান সাত সন্তানের মা। কানাডার আদিবাসী আতিকামেক সম্প্রদায়ভুক্ত ছিলেন তিনি।
মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন ইচাকুয়ান।
এতে দেখা যায়, চিকিৎসা সহায়তা চাওয়ায় হাসপাতালের কর্মকর্তারা তাকে গালাগাল ও অপমান করছেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর আদিবাসীদের ওপর চলমান দুর্ব্যবহার ও নির্যাতন বন্ধের দাবিতে কানাডাজুড়ে প্রতিবাদ হয়।
করোনার প্রতিবেদনে বলা হয়, পালমোনারি ইডিমায় (ফুসফুসে অতিরিক্ত পানি) ভুগে ইচাকুয়ানের মৃত্যু হয়েছে।
একই সঙ্গে ‘কাঠামোগত বর্ণবাদ’ চিহ্নিত করে বিভিন্ন প্রতিষ্ঠানে এর চর্চা বন্ধে কুইবেক সরকারের প্রতি আহ্বান জানায় করোনার প্রতিবেদনটি।
প্রতিবেদনে বলা হয়, ‘ইচাকুয়ান নিশ্চিতভাবে বর্ণবাদ ও সংস্কারের শিকার হন।
‘চিকিৎসা সহায়তা চাওয়ার একপর্যায়ে দ্রুত ইচাকুয়ানকে মাদকাসক্ত তকমা দেয় ওই হাসপাতাল।
‘এ ধরনের কুসংস্কারের কারণে ইচাকুয়ানের সহায়তার আবেদন দুর্ভাগ্যজনকভাবে গুরুত্বের সঙ্গে নেয়নি হাসপাতালের কর্মকর্তারা।’
কুইবেকের মন্ট্রিল শহরের জলিয়েট হাসপাতালে পেটের ব্যথার চিকিৎসা চেয়েছিলেন ইচাকুয়ান।
ইচাকুয়ানের মৃত্যুর পর তার পার্টনার ক্যারল দিউব সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি নিশ্চিত, জলিয়েট হাসপাতালের কাঠামোগত বর্ণবাদী আচরণ ইচাকুয়ানের মৃত্যুতে দায়ী।’