বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারীশিক্ষা: পশ্চাদমুখী তালেবান নিয়ে খুবই হতাশ কাতার

  •    
  • ১ অক্টোবর, ২০২১ ১১:২২

আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটির মাধ্যমিক স্কুলের নারী শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ করায় তালেবানের সিদ্ধান্তের সমালোচনা সংবাদ সম্মেলনে করেছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী আল থানি। তিনি বলেন, ‘আফগানিস্তানে তালেবানের নেয়া পদক্ষেপ দুর্ভাগ্যজনক। নারী শিক্ষার বিষয়ে তাদের কয়েকটি সিদ্ধান্ত পশ্চাদ্মু‌খী ও হতাশাজনক।’

আফগানিস্তানে নারীশিক্ষায় তালেবানের পদক্ষেপ ‘খুবই হতাশাজনক’ ও ‘পশ্চাদমুখী’ বলে মন্তব্য করেছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি।

কাতার যে প্রক্রিয়ায় ইসলামি শাসনব্যবস্থা কায়েম করেছে, সেদিকে নজর দিতেও তালেবান নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

কাতারের রাজধানী দোহায় বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বরেলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আল থানি এসব মন্তব্য করেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটির মাধ্যমিক স্কুলের নারী শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ করায় তালেবানের সিদ্ধান্তের সমালোচনা সংবাদ সম্মেলনে করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী আল থানি।

তিনি বলেন, ‘আফগানিস্তানে তালেবানের নেয়া পদক্ষেপ দুর্ভাগ্যজনক। নারী শিক্ষার বিষয়ে তাদের কয়েকটি সিদ্ধান্ত পশ্চাদ্মু‌খী ও হতাশাজনক।’

আগস্টের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সব সেনা চলে যাওয়ার পর আফগান বিষয়ে মূল মধ্যস্থতার ভূমিকা পালন করছে কাতার।

হাজার হাজার বিদেশি নাগরিক ও আফগানকে কাবুল ছাড়তে সহায়তা করে কাতার সরকার।

তালেবানের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক জারি রাখার পাশাপাশি কাবুল বিমানবন্দর পরিচালনারও কাজ করছে কাতার।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আল থানি বলেন, ‘তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে নারীশিক্ষার বিষয়ে তাদের নেতিবাচক সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানাতে হবে।

‘একই সঙ্গে মুসলমান দেশগুলো কীভাবে তাদের আইন প্রয়োগ করতে পারে এবং নারী বিষয়ে কী কী পদক্ষেপ নিতে পারে, সেসব বিষয়ে তালেবানকে বোঝানোর চেষ্টা করছি আমরা।’

তিনি বলেন, ‘নারী ইস্যুতে ইতিবাচক পদক্ষেপ নেয়া মুসলমান দেশগুলোর মধ্যে কাতার রয়েছে।

‘আমাদের শাসনব্যবস্থা ইসলামি। আমাদের উচ্চশিক্ষা, সরকার ও কর্মস্থলে পুরুষের চেয়ে নারীর অংশগ্রহণ বেশি।’

এ বিভাগের আরো খবর