পশ্চিমবঙ্গে করোনার বিধিনিষেধের মেয়াদ ফের বেড়েছে। তবে দুর্গাপূজার দিনগুলোতে থাকছে না নাইট কারফিউ।
পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে করোনাভাইরাস সংক্রমণের যে বিধিনিষেধ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছিল, তা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।
এক মাস বিধিনিষেধ বাড়লেও বিশেষ ছাড় রয়েছে দুর্গাপূজার দিনগুলোতে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিধিনিষেধের আওতায় প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে। তবে ১০ থেকে ২০ অক্টোবর পর্যন্ত পূজার জন্য রাতের কারফিউ থাকবে না।
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার পর ২১ অক্টোবর থেকে বহাল থাকবে নাইট কারফিউ।
রাজ্যে করোনাভাইরাস সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তবু লোকাল ট্রেন চালানোর ঝুঁকি নেয়নি সরকার। আগের মতোই বিধিনিষেধ চলাকালে আগামী এক মাস লোকাল ট্রেন বন্ধ থাকছে। তবে স্টাফ স্পেশাল ট্রেন যেভাবে চলছিল, তা অব্যাহত থাকবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে রেখেছেন, পূজায় রাতে ঠাকুর দেখা নিয়ে সিদ্ধান্ত পরে দেয়া হবে। তবে পূজার সময় মানুষ ও যান চলাচলে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। পূজামণ্ডপে প্রবেশেও থাকছে না কোনো ধরনের নিষেধাজ্ঞা।
করোনা সতর্কতায় শারীরিক দূরত্ববিধি, মাস্ক ব্যবহার, স্যানিটাইজারসহ একাধিক করোনা বিধি পালনে রাজ্য প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যথাযথভাবে বিধিনিষেধ না মানলে মহামারি ও বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেয়া হবে বলে নবান্ন থেকে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে।