বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইচ্ছা থাকলেও তালেবানকে সহায়তা দিতে পারছে না পাকিস্তান

  •    
  • ২৯ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৩৩

পাকিস্তানের জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণাবিষয়ক মন্ত্রী ফাখার ইমাম বলেন, ‘১ কোটি ৪০ লাখ আফগানের চরম খাদ্যসংকটে থাকার প্রতিবেদন খুবই উদ্বেগজনক। আফগানিস্তানের চলমান পরিস্থিতির বিষয়ে উদ্বেগ জানান মন্ত্রী ওমর আইয়ুব। আফগানদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ও সংহতির বিষয়ে জোর দেন তিনি।’

খাদ্য, আর্থিকসহ বিভিন্ন সংকটে জর্জরিত যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর চলতি মাসের প্রথম সপ্তাহে অন্তর্বর্তী সরকার গঠন করে তালেবান।

কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি মেলেনি নবগঠিত তালেবান সরকারের। এ কারণে ইচ্ছা থাকলেও আফগানিস্তানকে প্রযুক্তিগত, আর্থিক ও বিশেষজ্ঞ সহায়তা দিতে পারছে না পাকিস্তান।

এ বিষয়ে মঙ্গলবার পাকিস্তানের অর্থনীতিবিষয়ক মন্ত্রী ওমর আইয়ুব খানের সভাপতিত্বে দেশটির সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক হয়।

ডনের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যে ওই দিন বৈঠক ডাকা হয়।

এতে জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণাবিষয়ক মন্ত্রী সৈয়দ ফাখার ইমাম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ, স্টেট ব্যাংক অফ পাকিস্তানের (এসবিপি) গভর্নর ড. রেজা বাকিরসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভিন্ন সূত্র জানিয়েছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের শেষ সময়ে প্রযুক্তি ও আর্থিক বিশেষজ্ঞরা দেশটি ছেড়ে চলে যাওয়ায় ওই খাতে চরম শূন্যতার সৃষ্টি হয়েছে। এ নিয়ে বৈঠকটিতে আলোচনা হয়।

প্রযুক্তি ও আর্থিক বিশেষজ্ঞের অভাবে বিদ্যুৎ, চিকিৎসা, আর্থিকসহ অন্যান্য সেবা জনগণকে ঠিকমতো দিতে পারছে না আফগানিস্তান।

বৈঠকে বলা হয়, আফগানিস্তানের কর্মকর্তাদের পাকিস্তানে আমন্ত্রণ জানিয়ে আর্থিক বিষয়ে প্রশিক্ষণ দিতে পারে স্টেট ব্যাংক অফ পাকিস্তানের কর্তৃপক্ষ।

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্বাভাবিক কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে।

এ ক্ষেত্রে আর্থিকসংকট নিষ্পত্তির জন্য ব্যাংকটির জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক স্বীকৃতির দরকার।

আফগানিস্তানের বিদ্যমান পরিস্থিতিতে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন ওমর আইয়ুব।

তিনি বলেন, ‘আফগান জনগণের জীবন ও জীবিকা রক্ষার লক্ষ্যে অবিলম্বে দেশটির প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দরকার।

‘শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন খাতে ১৪৮ মিলিয়ন ডলার মূল্যের ২০টি প্রকল্পে আফগানিস্তানকে সহায়তা দিয়েছে পাকিস্তান।

‘এ ছাড়া পাকিস্তানের অর্থায়নে ২২১ মিলিয়ন ডলার মূল্যের নয়টি প্রকল্পের কাজ চলছে আফগানিস্তানে।’

ওমর আইয়ুব বলেন, ‘আফগান শিক্ষার্থীদের জন্য তিন হাজার আল্লামা মোহাম্মদ ইকবাল বৃত্তি দিচ্ছে পাকিস্তান।’

জাতীয় খাদ্য নিরাপত্তা ও গবেষণাবিষয়ক মন্ত্রী ফাখার ইমাম বলেন, ‘১ কোটি ৪০ লাখ আফগানের চরম খাদ্যসংকটে থাকার প্রতিবেদন খুবই উদ্বেগজনক।

‘আফগানিস্তানের চলমান পরিস্থিতির বিষয়ে উদ্বেগ জানান মন্ত্রী ওমর আইয়ুব। আফগানদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ও সংহতির বিষয়ে জোর দেন তিনি।’

এ বিভাগের আরো খবর