বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দিল্লির দাঙ্গা ছিল পরিকল্পিত, মন্তব্য হাইকোর্টের

  •    
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ২২:২০

দিল্লি হাইকোর্ট বলেছে, ‘ব্যক্তিস্বাধীনতা কখনোই সভ্য সমাজের স্থিতিশীলতায় ব্যাঘাত ঘটানোর অনুমতি দেয় না। সিসিটিভি ফুটেজে ইব্রাহিমকে একটি তলোয়ার উঁচিয়ে হুমকি দিতে দেখা গেছে। তাই জামিনের প্রশ্নই নেই।’

কোনও বিচ্ছিন্ন ঘটনা বা দুই পক্ষের মধ্যে অশান্তি নিয়ে দিল্লিতে গত বছর হিংসার আগুন ছড়ায়নি। বরং দাঙ্গা লাগানোর পরিকল্পনা আগে থেকেই করা হয়েছিল। পুরোটাই ছিল পরিকল্পিত।

দিল্লি হাইকোর্ট মঙ্গলবার এ ঘটনার একটি মামলায় শুনানি চলাকালে এ পর্যবেক্ষণ জানিয়েছে।

ভারতের রাজধানী দিল্লিতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিন দিন ধরে চলা সহিংসতায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়। আহত হন দুই শর বেশি মানুষ।

হিংসাত্মক এ ঘটনার মামলায় গ্রেপ্তার দুজনের জামিন আবেদনের মঙ্গলবার শুনানি চলছিল আদালতে। মহম্মদ ইব্রাহিম ও মহম্মদ সলিম খান নামের দুই আসামি জামিন পেতে এ আবেদন জানান। আদালত তাদের আবেদন খারিজ করে দিয়েছে।

হাইকোর্ট বলেছে, ‘ব্যক্তিস্বাধীনতা কখনোই সভ্য সমাজের স্থিতিশীলতায় ব্যাঘাত ঘটানোর অনুমতি দেয় না। সিসিটিভি ফুটেজে ইব্রাহিমকে একটি তলোয়ার উঁচিয়ে হুমকি দিতে দেখা গেছে। তাই জামিনের প্রশ্নই নেই।’

দিল্লির সহিংসতায় পুলিশের হেড কনস্টেবল রতন লালের মৃত্যুর ঘটনায় অভিযুক্তের তালিকায় নাম ছিল ইব্রাহিমের।

তার জামিন আবেদন জানিয়ে আইনজীবী বলেন, ‘রতন লালের মৃত্যু তলোয়ারের আঘাতে হয়নি। আর ইব্রাহিম পরিবারের সুরক্ষার জন্যই তলোয়ার হাতে তুলে নিয়েছিলেন।’

আদালত এসব যুক্তি আমলে নিতে রাজি হয়নি।

হাইকোর্ট পর্যবেক্ষণে স্পষ্ট করেই বলেছে, 'রীতিমতো হিসাব কষে এই হিংসার আগুন ছড়িয়ে দেয়া হয়েছিল রাজধানীর বুকে।'

দিল্লি হাইকোর্টের বিচারপতি সুব্রহ্মনিয়ান প্রসাদ বলেন, ‘একের পর এক সিসিটিভি ক্যামেরার সংযোগ যেভাবে বিচ্ছিন্ন করা হয়েছিল, তাতে এটা নিশ্চিত হওয়া যায় যে শহরের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য আগে থেকেই পরিকল্পনা করা হয়। একই সঙ্গে এটাও স্পষ্ট হয়েছে যে অসংখ্যা দাঙ্গাকারী নির্মমভাবে লাঠিসোঁটা, ডান্ডা, ব্যাট নিয়ে পুলিশ আধিকারিকদের ওপর হামলা চালায়।'

হাইকোর্টের এ পর্যবেক্ষণের পর দিল্লির সহিংসতার ঘটনা নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেল।

এ বিভাগের আরো খবর