প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে একটি বই প্রকাশ হয়েছে কলকাতায়।
‘শেখ হাসিনা দ্য স্টোরি অফ এ ব্লোজোমিং বাংলাদেশ’ নামে বইটি সম্পাদনা করেছেন ড. মোফাকখারুল ইকবাল।
বইয়ের মোড়ক উন্মোচন করে মঙ্গলবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশের সমৃদ্ধি এবং ভারত-বাংলাদেশ বন্ধুত্বের ক্ষেত্রে শেখ হাসিনার অবদান অনস্বীকার্য।’
শেখ হাসিনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করে তিনি বলেন, ‘বইটি থেকে বর্তমান প্রজন্ম শেখ হাসিনার জীবনের লড়াই জানতে পারবেন। কীভাবে একটা দারিদ্র্যপীড়িত দেশকে সামাজিক স্থিতি দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে তিনি এগিয়ে নিয়েছেন তা জানা যাবে।’
কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ শূর বলেন, ‘তিনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি সমগ্র দক্ষিণ এশিয়ার রাষ্ট্রনেতা। তিনি ধর্মনিরপেক্ষ, বহুত্ববাদী ও গণতন্ত্রের জন্য কাজ করে চলেছেন।’
‘শেখ হাসিনা দ্য স্টোরি অফ এ ব্লোজোমিং বাংলাদেশ’ নামের বইটিতে প্রথিতযশা ব্যক্তিদের ১৫টি নিবন্ধ স্থান পেয়েছে। ড. চিন্ময়ী গুহ, ড. পবিত্র সরকার, ড. রতন খাস নবিশ, আমজাদ আলী, তরুণ গাঙ্গুলি ও দীপঙ্কর দাসগুপ্তের লেখা রয়েছে বইটিতে।