কানাডার পূর্বাঞ্চল ওন্টারিও প্রদেশের একটি খনিতে ৩৯ জন শ্রমিক আটকা পড়েছেন। এক দুর্ঘটনায় খনিটির প্রধান যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এসব মাইনার বের হতে পারছেন না।
স্থানীয় সময় রোববার বিকেলে এ ঘটনা ঘটলেও ২৪ ঘণ্টা পর সোমবার সন্ধ্যায় খনির মালিকানা প্রতিষ্ঠান ব্রাজিলের ভালে বিষয়টি নিশ্চিত করে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
খনির মালিকানা প্রতিষ্ঠান বলছে, এ ঘটনায় শ্রমিকদের কেউ আহত হননি। তাদের কাছে পর্যাপ্ত খাবার ও পানি রয়েছে। তাদের দ্রুতই উদ্ধার করা সম্ভব হবে।
প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, খনিতে ভারী একটি স্কুপ বাকেট ছিড়ে পড়েছে। এর ফলে খনিতে মূল যাতায়াত ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে। তবে উদ্ধারকারী ক্রুরা আকটে পড়া খনি শ্রমিকদের কাছে পৌঁছাতে পেরেছেন। তাদেরকে বিকল্প উপায়ে বের করে আনার চেষ্টা চলছে।
ভালের মুখপাত্র দানিকা পাগনুত্তি রেডিও কানাডাকে বলেন, ‘খনিতে প্রধান যোগাযোগ ব্যবস্থায় দুর্ঘটনার সময় ওই রাস্তায় কেউ ছিলেন না।’
ওন্টারিও প্রদেশের প্রধান প্রশাসক ডগ ফোর্ড এক টুইট বার্তায় বলেন, ‘আমরা বুঝতে পারছি যে, এই উদ্ধার অভিযানে কিছুটা সময় লাগবে। তবে এটা শুনে স্বস্তি পাচ্ছি যে, আটকে পড়া খনি শ্রমিকদের কেউ আহত হননি।’
ওই ঘটনার পর খনিটিতে সব ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। ভালে জানিয়েছে, উৎপাদন কার্যক্রম আবার শুরু করা যায় কি না এ ব্যাপারে পর্যালোচনা করা হবে।
ওন্টারিওর সাডবারির টটেন নামক নিকেলের খনিটি ১৯৭২ সালে বন্ধ করে দেয়া হয়েছিল। তবে ভালে সেখানে ২০১৪ সালে আবার কার্যক্রম শুরু করে। খনিটি থেকে ২০২১ সালে ৩ হাজার ৬০০ টন নিকেল আহরণ করা হয়েছে।