অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছেন পাঁচ ফিলিস্তিনি নাগরিক।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ হায়েল সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদককে জানিয়েছেন, ইসরায়েলি অভিযান চলাকালে শনিবার রাতে পশ্চিম তীরের বিদ্দু এলাকায় নিহত হন আহমেদ জাহরান, মাহমৌদ মাইদান ও জাকারিয়া বাদওয়ান।
অভিযানের সময় বুরকিন গ্রামে নিহত হয়েছেন ওসামা সোবো ও ইউসিফ সোবো।
বিদ্দু এলাকায় নিহত তিনজনের মৃতদেহ ইসরায়েলের তত্ত্বাবধানে রাখা হয়েছে। অন্য দুইজনের মৃত্যু হয়েছে জেনিন অঞ্চলে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামাসের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে পশ্চিম তীরে চালানো অভিযানে কমপক্ষে ৫ ফিলিস্তিনি ‘জঙ্গি’ নিহত হয়েছেন। অভিযান চলাকালে হামাসের সশস্ত্র প্রতিরোধে দুই ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন।
দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক বিবৃতিতে জানিয়েছেন, সম্ভাব্য সশস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নেয়া হামাসের সন্ত্রাসীদের বিরুদ্ধে পশ্চিম তীরে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। তবে তিনি হতাহতের বিষয়টি এড়িয়ে যান। দেশটির সামরিক মুখপাত্র অভিযানের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাস পশ্চিম তীরে শক্তি অর্জন করে তাদের প্রতিদ্বন্দ্বী পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে রুখে দিতে চাইছে। এমন সংবাদের ভিত্তিতে অধিকৃত পশ্চিম তীরে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।