বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আফগানিস্তানে সংবাদপত্র-ম্যাগাজিন ছাপা বন্ধ

  •    
  • ২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৬:২৯

বন্ধ হয়ে যাওয়া জনপ্রিয় সংবাদপত্র আরমান মিলির প্রতিষ্ঠাতা সৈয়দ শোয়াইব পার্সা বলেন, ‘২২ জন কর্মী কাজ করছিলেন আমাদের প্রতিষ্ঠানে। সবাই এখন বেকার। আবার সংবাদপত্র প্রকাশ শুরু করার আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছি আমরা।’

অর্থনৈতিক সংকটের কারণে আফগানিস্তানে প্রায় ১৫০টি প্রিন্ট মিডিয়া আউটলেট দৈনিক সংবাদপত্র ও ম্যাগাজিন ছাপা বন্ধ করে দিয়েছে। কয়েকটি আউটলেট অনলাইনে সংবাদ প্রকাশ অব্যাহত রাখলেও বাকিরা স্থায়ীভাবে কার্যক্রম বন্ধে বাধ্য হয়েছে।

আফগানিস্তান ন্যাশনাল জার্নালিস্টস ইউনিয়ন বুধবার জানায়, বেসামরিক সরকার পতনের পর থেকে গত প্রায় দেড় মাসে সংবাদপত্রের ছাপা সংস্করণ প্রকাশ বন্ধ হয়ে গেছে।

টোলো নিউজের বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘমেয়াদি সংকটের মুখে পড়তে যাচ্ছে আফগান সংবাদমাধ্যম।

ন্যাশনাল জার্নালিস্টস ইউনিয়নের প্রধান নির্বাহী আহমেদ শোয়াইব ফানা বলেন, ‘দেশে প্রিন্ট মিডিয়ার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে সামাজিক সংকটের মুখে পড়ব আমরা।’

আফগান সংবাদপত্র ৮ সোভের প্রতিবেদক আলী হাকমল জানান, তার প্রতিষ্ঠান বর্তমানে অনলাইনে সব সংবাদ প্রকাশ করছে। তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণের সাধ্যাতীত চেষ্টা করছি আমরা। কিন্তু এখন মানুষের কাছে খবর পৌঁছে দিতে অনলাইনে সংবাদ প্রকাশেই গুরুত্ব দিচ্ছি।’

পত্রিকাটির প্রধান আশাক আলী এহসাস বলেন, ‘প্রতিদিন আমাদের সংবাদপত্রের ১৫ হাজার কপি প্রকাশ হচ্ছিল। রাজধানী কাবুল ও আরও কয়েকটি প্রদেশে পত্রিকা সরবরাহ হতো। সরকার পতনের পর সংবাদপত্র ছাপা ও বিপণনের কাজ চরমভাবে ব্যাহত হওয়ায় প্রিন্ট সংস্করণ প্রকাশ বন্ধ করতে হলো।’

বন্ধ হয়ে যাওয়া আরেকটি জনপ্রিয় সংবাদপত্র আরমান মিলি। সংবাদপত্রটির প্রতিষ্ঠাতা সৈয়দ শোয়াইব পার্সা বলেন, ‘২২ জন কর্মী কাজ করছিলেন আমাদের প্রতিষ্ঠানে। সবাই এখন বেকার। আবার সংবাদপত্র প্রকাশ শুরু করার আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছি আমরা।’

দেশজুড়ে চলমান অর্থনৈতিক সংকটের কারণে বিজ্ঞাপন হারিয়েছে সংবাদমাধ্যমগুলো। এ ছাড়া তালেবান দেশের শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ নেয়ার পর অনেক অভিজ্ঞ সংবাদকর্মী আফগানিস্তান ছেড়ে পালিয়ে গেছেন।

চলতি সপ্তাহে কয়েকটি পর্যবেক্ষক সংস্থা জানায়, গত এক মাসে কার্যক্রম সংকুচিত হয়ে গেছে ১৫৩টি আফগান সংবাদমাধ্যমের। অর্থসংকট ও তালেবানশাসিত সরকার তথ্যে প্রবেশাধিকার কঠোরভাবে সীমিত করে দেয়ায় এমন পরিস্থিতি।

যদিও এ অভিযোগ প্রত্যাখ্যান করে তালেবানের তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেন, আফগানিস্তানের সংবাদমাধ্যম মুক্ত, কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি।

এ বিভাগের আরো খবর