যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কথা বলতে চাওয়ার অনুমতি চেয়েছে তালেবান। এজন্য দোহায় নিজেদের মুখপাত্র সুহাইল শাহিনকে জাতিসংঘে তালেবানের দূত হিসেবেও মনোনীত করেছে তারা।
আফগানিস্তানে তালেবানের অন্তবর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সোমবার এক চিঠিতে জাতিসংঘে কথা বলার অনুমতি চান বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
অধিবেশনে তালেবান প্রতিনিধির কাউকে কথা বলতে অনুমতি দেয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংগঠনটির একটি কমিটি।
গত মাসে আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবান বলছে, সাবেক সরকারের প্রতিনিধি তাদের দেশকে প্রতিনিধিত্ব করার দায়িত্বে আর নেই। তাই নতুন প্রতিনিধি ঠিক করা হয়েছে।
জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, জাতিসংঘে উচ্চ পর্যায়ে কথা বলতে তালেবানের অনুরোধ সংগঠনটির ক্রিডেনসিয়াল কমিটি বিবেচনা করছে। ৯ সদস্যদের এই কমিটিতে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রতিনিধিত্ব।
তবে তালেবানের মনোনীত নতুন প্রতিনিধি সুহাইল শাহিন আগামী সোমবার সাধারণ অধিবেশনে কথা বলার সুযোগ নাও পেতে পারেন। কেননা, জাতিসংঘের নিয়মানুযায়ী, গুলহাম ইসাকজাই এখনও সংগঠনটিতে আফগানিস্তানের প্রতিনিধি হিসেবে আছেন।
ধারণা করা হচ্ছে, ২৭ সেপ্টেম্বর গুলহাম ইসাকজাই শেষবারের মতো জাতিসংঘের অধিবেশনে বক্তব্য রাখবেন। যদিও তালেবান বলছে, আফগানিস্তানকে প্রতিনিধিত্ব করার ভূমিকায় গুলহাম আর নেই।