অভ্যুত্থানের মাধ্যমে সুদানের সরকারকে উৎখাত করতে গিয়ে ব্যর্থ হয়েছে দেশটির সামরিক বাহিনীর কিছু সদস্য। সরকার বলছে, অভ্যুত্থান করতে চাওয়া সেনা সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সুদানের সরকারি টেলিভিশনে অভ্যুত্থানকে প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান হয়। চ্যানেলটিতে মঙ্গলবার সকাল থেকেই দেশাত্মবোধক গান চালানো হচ্ছে।
সরকারি টেলিভিশনে বলা হয়, ‘জনগণকে বিষয়টা অনুধাবন করতে হবে যে, অভ্যুত্থানের প্রচেষ্টা ব্যর্থ করা হয়েছে।’
ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতা তাহের আবু হাজা বার্তা সংস্থা এপিকে বলেন, ‘ক্ষমতা দখলের প্রচেষ্টাকে নস্যাৎ করা হয়েছে।’
আর ক্ষমতাসীন সামরিক-বেসরকারি কাউন্সিলের সদস্য মোহামেদ আল ফাকি সুলেইমান নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেশের জনগণকে তাদের পাশে থাকার আহ্বান জানান।
এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, সামরিক বাহিনীর সশস্ত্র কোরের কিছু সদস্য এই বিদ্রোহের মূল হোতা। তারা সরকারি টেলিভিশন ভবনসহ কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে, কিন্তু শুরুতেই তাদেরকে থামিয়ে দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বিদ্রোহীদের মধ্যে উচ্চ র্যাঙ্কের অফিসার ও সৈনিক ছিলেন, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সংখ্যাটি না জানালেও সিএনএন বলছে, গ্রেপ্তারকৃত সামরিক সদস্যের সংখ্যা প্রায় ৪০।
এ ঘটনায় রাজধানী খার্তুমে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
আল জাজিরা জানায়, খার্তুমের অবস্থা এখন স্বাভাবিক। মঙ্গলবার রাজপথে যান চলাচলও নির্বিঘ্ন আছে।