বেইজিংভিত্তিক রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পূর্ণ সদস্য হতে ১৫ বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। গত শুক্রবার এর ফল পেয়েছে দেশটি। ওই দিন জোটের স্থায়ী সদস্য সাত রাষ্ট্র ইরানকে এসসিওর পূর্ণ সদস্য করার পক্ষে সায় দেয়।
এসসিওর সিদ্ধান্তের পর আরও কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে ইরানকে। প্রক্রিয়াগত ও আইনি ধাপগুলো পাড়ি দিতে দেশটির লেগে যেতে পারে দুই বছর। এরপরই এমন জোটে যোগ দেবে ইরান, যার সদস্য রাষ্ট্রগুলোর আয়তন বিশ্বের মোট ভূখণ্ডের প্রায় এক-তৃতীয়াংশ।
এ রাষ্ট্রগুলো বছরে হাজার হাজার কোটি ডলার রপ্তানি করে। তাদের জোটসঙ্গী হওয়ার মধ্য দিয়ে এশিয়ার বিশাল অবকাঠামোয় যোগ দিল যুক্তরাষ্ট্রের অবরোধে কোণঠাসা ইরান।
জোটের সদস্যদের মধ্যে চীন, রাশিয়া, ভারত ছাড়াও মধ্য এশিয়ার কিছু দেশ রয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, তাজিকিস্তানের দুশানবেতে এসসিওর সম্মেলন শেষে দেশে ফিরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এসসিওর অনুমোদনকে ‘কূটনৈতিক সাফল্য’ আখ্যা দেন।
এর আগে তাজিকিস্তানে দুই দিনের সম্মেলনে যুক্তরাষ্ট্রের ‘একতরফাবাদের’ নিন্দা জানান রাইসি। ওই সময় তিনি অবরোধের বিরুদ্ধে সমন্বিত লড়াইয়ের আহ্বান জানান।
এসসিও সম্মেলনের পার্শ্ববৈঠকে বেশ কিছু দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রেসিডেন্ট রাইসি। এগুলোর ফলও পেয়েছেন তিনি। তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাহমোনের সঙ্গে আটটি চুক্তিতে সই করেন ইরানের রাষ্ট্রপ্রধান।
এসব চুক্তির মাধ্যমে দেশ দুটি বার্ষিক বাণিজ্য ৫০ কোটি ডলারে উন্নীত করতে চায়, যা বর্তমান অঙ্কের প্রায় ১০ গুণ।
এসসিওর পূর্ণ সদস্য হওয়ার গুরুত্ব রাজনৈতিক বা অর্থনৈতিক স্বার্থ উদ্ধারের চেয়েও বেশি ইরানের মর্যাদা ও কূটনৈতিক সাফল্যের প্রশ্ন।
জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের গবেষক হামিদরেজা আজিজি বলেন, ‘পশ্চিমা নয়, এমন পরাশক্তিগুলোর মঞ্চ হিসেবেই এসসিওর প্রতি আগ্রহ ইরানের। কোনো আধুনিক আন্তর্জাতিক সংগঠনের চেয়ে এটি পশ্চিমাবিরোধী বা যুক্তরাষ্ট্রবিরোধী বেশি।
‘ভারত-পাকিস্তানের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। কিন্তু তাও এসসিওর সদস্য দেশগুলো এবং এর কারণও তাদের যুক্তরাষ্ট্র ও পশ্চিমাবিরোধী দৃষ্টিভঙ্গি। আবার রাশিয়া আর চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধ পক্ষ বলে স্বীকৃত হলেও কখনোই আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি। তারাও এসসিওর সদস্য।
‘এই দুটি ধারণার সমন্বয় এবং এশিয়ার পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় শক্তি ইরানের এসসিওতে যোগ দেয়া মানে ইরানের জন্য পশ্চিমাবিরোধী শক্তিশালী একটি জোট গড়ে তোলা, যে জোট যুক্তরাষ্ট্রের আধিপত্যের জন্য চ্যালেঞ্জ হবে।’
আজিজির মতে, ইরানের শত্রুতার মধ্যে অবশ্য নিজেদের জড়াতে চাইবে না অন্যান্য এসসিও সদস্যরা। সে কারণেই ভারসাম্য রক্ষায় শুক্রবারের বৈঠকে ‘আলোচনার অংশীদার’ হিসেবে সৌদি আরব, কাতার আর মিসরকেও রাখা হয়েছিল।
কূটনৈতিক দিক থেকেও এসসিওর পূর্ণ সদস্য হিসেবে ইরানের অনুমোদনপ্রাপ্তি তাৎপর্যপূর্ণ। ২০০৫ সাল থেকে এসসিওর ‘পর্যবেক্ষক সদস্য’ ছিল রাষ্ট্রটি।
গত মাসে ইরানের নিরাপত্তাপ্রধান আলি শামখানি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানান, এসসিওর পূর্ণ সদস্যপদ পাওয়ার ‘রাজনৈতিক প্রতিবন্ধকতা’ দূর হয়েছে।
ফার্সি ভাষার সঙ্গে ইংরেজি, আরবি আর হিব্রুতেও বার্তাটি দেন তিনি, যার অর্থ পুরো মধ্যপ্রাচ্য আর পশ্চিমা বিশ্ব সম্পর্কিত বার্তা এটি।
জাতিসংঘের নিষেধাজ্ঞা ছিল বলে এর আগে ইরানের এসসিও সদস্যপদ পাওয়ার পথ বন্ধ ছিল। তার ওপর কিছু সদস্য, যার অন্যতম তাজিকিস্তান, ইরানের এসসিও সদস্যপদের বিরুদ্ধে ছিল। কারণ তাজিকিস্তানে কট্টর ইসলামপন্থিদের পেছনে ইরানের সমর্থন আছে বলে অভিযোগ তাজিক প্রশাসনের।
১৯৭৯ সালের বিপ্লবের পর এটাই ইরানের প্রথম কোনো আঞ্চলিক জোটের পূর্ণ সদস্যপদ পাওয়ার ঘটনা।
তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আবাস আসলানি বলেন, ‘ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। এসসিও সদস্যপ্রাপ্তির অর্থ হলো- এসব নিষেধাজ্ঞায় জোটের অন্য সদস্যদের সমর্থন নেই। সে জন্যই তারা ইরানকে পূর্ণ সদস্যপদ দিয়েছে।’
ইরান রাজনৈতিক ও অর্থনৈতিক, বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় বলেও উল্লেখ করেন আসলানি। চলতি বছরের মার্চে চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি একটি সহযোগিতামূলক চুক্তি করেছে ইরান। একই সঙ্গে রাশিয়ার সঙ্গেও আগের সহযোগিতামূলক চুক্তি পুনর্বহাল করতে চায়।
আসলানি বলেন, ‘এ ছাড়া মধ্য এশিয়ায় আরও বড় পরিসরে প্রবেশাধিকার নিশ্চিত করতে পারে ইরান। ইরানের রপ্তানি পণ্যের সম্ভাব্য বড় বাজার এ অঞ্চল। সময়ই বলে দেবে যে এসব সম্ভাবনার কতটা সদ্ব্যবহার করতে পারবে ইরান।’
আসলানির মতে, এ পথে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের জন্য বড় বাধা। কিন্তু ইরানের অর্থনৈতিক অগ্রগতি তাতে থমকে যাবে না।
২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তিতে ফিরতে পশ্চিমা পরাশক্তিধর দেশগুলোর সঙ্গে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ছয় দফা আলোচনায় বসেছে ইরান। আলোচনা শেষ পর্যন্ত সফল হলে শিথিল হবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা।
ইরানে নতুন প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ ও নতুন সরকার গঠনের পালাবদলের মধ্যে চলতি বছরের জুলাইয়ের পর আলোচনা থমকে আছে। তবে শিগগিরই শুরু হবে আলোচনা।
আসলানি বলেন, ‘পরমাণু চুক্তি পুনর্বহাল হলে তাতে ইরানের জয়ের মুকুটে একটি পালক যোগ হবে। এ ছাড়া পূর্বাঞ্চলের দেশগুলোর সঙ্গেও জোরদার সম্পর্ক গড়ে তোলার পথে অনেকটা এগিয়েছে ইরান। পশ্চিমাদের সঙ্গে আলোচনা সফল হোক বা না হোক, পূর্বে ইরানের অগগ্রতি নিশ্চিত।’