বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়

  •    
  • ১৮ সেপ্টেম্বর, ২০২১ ১৮:২৮

তৃণমূলে যোগ দিয়ে বিজেপি সাংসদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, ‘কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কী ক্ষমতা আপনারা সবাই জানেন। সাত বছর ধরে আমি পশ্চিমবঙ্গের জন্য বাঙালি হিসেবে কোন কাজ করতে পারিনি। পশ্চিমবঙ্গের জন্য কাজ করার সুযোগ আমার সামনে এসেছে। তৃণমূলে যোগ দিয়ে আমি সেই সুযোগটি নিয়েছি।’

রাজনৈতিক টানাপোড়েনের পর শনিবার পশ্চিমবঙ্গের আসানসোলের বিজেপি সাংসদ ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেন।

এদিন রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রেয়ানের উপস্থিতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন বাবুল।

তৃণমূলে যোগ দিয়ে সাংবাদিক সম্মেলনে বাবুল সুপ্রিয় বলেন, ‘কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কী ক্ষমতা আপনারা সবাই জানেন। সাত বছর ধরে আমি পশ্চিমবঙ্গের জন্য বাঙালি হিসেবে কোন কাজ করতে পারিনি। পশ্চিমবঙ্গের জন্য কাজ করার সুযোগ আমার সামনে এসেছে। তৃণমূলে যোগ দিয়ে আমি সেই সুযোগটি নিয়েছি।’

এদিন বাবুল বলেন, ‘মমতা দিদি, অভিষেক দায়িত্ব দিচ্ছেন। আমি খুব উৎসাহী। মন থেকে রাজনীতি ছেড়ে ছিলাম। মন থেকে পশ্চিমবঙ্গের কাজ করার সুযোগ গ্রহণ করলাম।’

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইট করে লেখেন, ‘খেলা হবে’।

সম্প্রতি নরেন্দ্র মোদি সরকারের মন্ত্রিসভায় রদবদলের সময় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাবুলকে ইস্তফা দিতে বলা হয়েছিল। তিনি ইস্তফা দিয়ে দেন। এরপর তার রাজনৈতিক জীবন নিয়ে জলঘোলা হয়।

বাবুল রাজনীতি, এমনকি সাংসদ পদ ছেড়ে দেয়ার কথা ফেসবুকে ঘোষণা করেন। সে সময় তিনি বলেন সমাজসেবা করতে কোন দল লাগে না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দল না ছাড়ার পরামর্শ দিলে, তিনি বলেছিলেন তার একটাই দল, বিজেপি। মানুষের কথা ভেবে তিনি এখনই সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন না।

সম্প্রতি ভবানীপুর উপনির্বাচনে বিজেপির তারকা প্রচারকের তালিকায় তার নাম ছিল। যদিও বাবুল প্রচারে অংশ নেবেন না বলে আগেই জানিয়ে ছিলেন।

এদিন মুখ্যমন্ত্রীর প্রচারে অংশ নেবেন কিনা সে প্রশ্নের উত্তরে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে বাবুলকে লাগে না। তবে দল চাইলে যাবো।’

শুক্রবার বাবুলের কেন্দ্রীয় নিরাপত্তা কমিয়ে দেয়া হয়েছে। তার ২৪ ঘণ্টার মধ্যে বাবুল সুপ্রিয় আচমকা তৃণমূলে যোগ দেয়ায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে, তবে কি অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভা সাংসদ পদে যাচ্ছেন বাবুল সুপ্রিয়। সূত্রের খবর, বাবুল সাংসদ পদ ছেড়ে দিচ্ছেন।

এ বিভাগের আরো খবর