বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উপপ্রধানমন্ত্রী বারাদার মারা যাননি, দাবি তালেবানের

  •    
  • ১৪ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৫০

সরকার ঘোষণার পর জনসম্মুখে আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারকে দেখা যায়নি। রোববার কাবুলে কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আফগান সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠকেও হাজির ছিলেন না বারাদার। এতে বারাদার আর বেঁচে নেই বলে দেশি ও আন্তর্জাতিক মহলে গুঞ্জন ওঠে।

অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘর্ষে তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদারের নিহত হওয়ার দাবি নাকচ করেছেন সংগঠনটির মুখপাত্র।

১৫ আগস্ট কাবুল দখলের কয়েক সপ্তাহ পর মোল্লা বারাদারকে উপপ্রধানমন্ত্রী করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তালেবান। এর পর থেকে জনসম্মুখে বারাদারকে দেখা যায়নি।

রোববার কাবুলে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানির সঙ্গে আফগান সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠকেও হাজির ছিলেন না বারাদার।

এতে বারাদার আর বেঁচে নেই বলে দেশি ও আন্তর্জাতিক মহলে গুঞ্জন ওঠে। অসমর্থিত কয়েকটি সূত্রের দাবি, সংগঠনে অন্তর্কোন্দলের জেরে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন।

তবে মঙ্গলবার তালেবানের মুখপাত্র সুহেইল শাহীন জানান, মোল্লা বারাদার একটি ভয়েস মেসেজ পাঠিয়ে গুজব উড়িয়ে দিয়েছেন।

টুইটবার্তায় শাহীন বলেন, ‘বারাদার জানিয়েছেন, ওই দাবি মিথ্যা ও পুরোপুরি ভিত্তিহীন।’

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক নিষ্পত্তিতে পৌঁছার চেষ্টারত আফগান উপপ্রধানমন্ত্রী বারাদারের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে তালেবান।

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে কিছুদিন আগে বারাদার বৈঠক করেন বলে ফুটেজটিতে দাবি করা হয়।

রয়টার্স ওই ভিডিও ফুটেজের দাবি তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।

এর আগে পাকিস্তান সীমান্তের কাছে বারাদারের সমর্থকদের সঙ্গে তালেবানে থাকা হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানির সমর্থকদের প্রবল সংঘর্ষ হয় বলে কানাঘুষা শোনা যাচ্ছিল।

আফগানিস্তানের সরকার গঠন নিয়ে হাক্কানির মতো তালেবানের মিলিটারি কমান্ডারদের সঙ্গে বারাদারের মতো দোহায় সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ের নেতাদের বিরোধ দেখা দিতে পারে বেশ কিছুদিন ধরে ধারণা করা হচ্ছিল।

দলীয় অন্তর্কোন্দলের জল্পনাকল্পনা বরবরই তালেবানের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়।

১৫ আগস্ট কাবুল পতনের পর ধারণা করা হয়েছিল, তালেবানের নতুন সরকারের প্রধান হচ্ছেন মোল্লা বারাদার।

পরে বারাদারের জায়গায় তালেবানের স্বল্প পরিচিত নেতা মোল্লা হাসান আখুন্দকে প্রধানমন্ত্রী করে তালেবান।

কাবুল পতনের পর তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদাকেও জনপরিসরে দেখা যায়নি।

তবে গত সপ্তাহে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার গঠনের পর জনগণের উদ্দেশে লিখিত বিবৃতি দেন আখুন্দজাদা।

এ বিভাগের আরো খবর