নরওয়ের তেল শিল্পের ভবিষ্যৎ নিয়ে প্রচারণামুখর জাতীয় নির্বাচনে বড় জয়ের পথে বামপন্থি জোট।
এ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হারাচ্ছে দেশটিতে পরপর দুই মেয়াদে থাকা রক্ষণশীলরা।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সোমবারের নির্বাচনের প্রাথমিক ফল হাতে পাওয়ার পরই সরকার গঠন নিয়ে দরকষাকষি শুরু করেছে বাম জোটভুক্ত দলগুলো।
নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন ক্ষমতাসীন রক্ষণশীল জোটের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ। গত আট বছর ধরে নর্ডিক দেশটির সরকারপ্রধান ছিলেন তিনি।
৬০ বছর বয়সী সোলবার্গ বলেন, ‘আমি জোনাস গর স্টোয়েরকে অভিনন্দন জানাতে চাই। সরকার পরিবর্তনের ক্ষেত্রে তিনি স্পষ্ট ব্যবধানেই এগিয়ে আছেন।’
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, লেবার পার্টির নেতা জোনাস গার স্টোয়েরের নেতৃত্বেই নরওয়ের নতুন মন্ত্রিপরিষদ গঠন হতে যাচ্ছে।
জয় নিশ্চিত দেখার পর ভাষণে নেতা-কর্মীদের উদ্দেশে স্টোয়ের বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি; আমরা স্বপ্ন দেখার পাশাপাশি কঠোর পরিশ্রম করেছি। এখন চূড়ান্তভাবে বলছি, আমরা এটা করে দেখিয়েছি।’
স্টোয়ের জানান, তার সরকার ২০১৫ সালের প্যারিস চুক্তির সঙ্গে একাত্ম হয়ে কার্বন নিঃসরণের ওপর জোর দেবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ভোটের ৯৭.৫ শতাংশ গোনা হয়েছে। ধারণা করা হচ্ছে, লেবার পার্টির নেতৃত্বাধীন বাম জোট অন্তত ১০০ আসনে জয়ী হবে।
নরওয়েতে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পার্লামেন্টের ১৬৯টি আসনের মধ্যে ৮৫টি দরকার। লেবার নেতৃত্বাধীন জোট এরই মধ্যে ৮১টি আসন নিশ্চিত করেছে। বাকি আসনগুলো পাওয়া শুধুই সময়ের ব্যাপার।