আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার প্রায় এক মাস পর প্রথম একটি আন্তর্জাতিক ফ্লাইট কাবুল ছেড়ে পাকিস্তানে পৌঁছেছে।
পশ্চিমা বিশ্বের উদ্ধারকাজ শেষ করার পর গত ৩১ আগস্ট কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। পশ্চিমা দেশগুলোর প্রচেষ্টায় ১ লাখ ২০ হাজার মানুষকে আফগানিস্তান থেকে বিভিন্ন দেশে নিয়ে যাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
এনডিটিভির খবরে বলা হয়, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বিমান সোমবার সকালে কাবুল থেকে উড়ে যায় ইসলামাবাদে।
বিমানটি ৭০ যাত্রী নিয়ে পাকিস্তানের রাজধানীতে পৌঁছায়। যার মধ্যে বেশির ভাগই আফগান, যারা ওয়ার্ল্ড ব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন বলে জানান বিমানবন্দরের কর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ৩৫ বছর বয়সী এক আফগান নারী জানান, তিনি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করেন। তার গন্তব্য তাজিকিস্তানে। সেখানে যেতেই তিনি দেশ ছেড়েছেন।
‘যখন নারীদের জন্য কাজের সুযোগ দেয়া হবে এবং স্বাধীনভাবে চলাফেরা করার নিশ্চয়তা দেয়া হবে তখনই আমি কাবুলে ফিরে আসব।’
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২২ বছরের এক তরুণ জানান, তিনি এক মাসের জন্য পাকিস্তানে ঘুরতে যাচ্ছেন।
তিনি বলেন, ‘ আমি খুব খুশি। দেশের জন্য খারাপ লাগলেও আমি খুশি অনেক দিন পর ঘুরতে যেতে পেরে।’
অনেকেই জানান, বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা অনেকটা কড়াকড়িভাবেই পালন করছেন তালেবান নিরাপত্তারক্ষীরা।
এর আগে বিদেশ থেকে ফ্লাইট আফগানিস্তানে গেলেও কোনো আন্তর্জাতিক ফ্লাইট দেশটি ছাড়েনি।
১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে দেশটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর সশস্ত্র গোষ্ঠীটি দেশটিতে সরকার গঠন করতে শুরু করে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করলেও শপথ নেয়নি তালেবানের সরকার।