ভারতের রাজধানী দিল্লিতে শনিবার ব্যাপক বৃষ্টিপাত হয়।
ভারী বর্ষণের কারণে রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ অনেক অঞ্চলে বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হয়।
দিল্লিতে ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে বেশ ভাইরাল হয়েছে।
এতে দাবি করা হয়েছে, দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতার কারণে একটি বিমান ঠেলছেন যাত্রীরা।
টুইটারে একজন ছবিটি পোস্ট করে শিরোনামে লিখেছেন, ‘ভারী বর্ষণের কবলে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।’
সামাজিক যোগাযোগমাধ্যমের আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘দিল্লিতে বৃষ্টি। বিমানবন্দরে যাত্রীদের উদ্দীপনা।’
ইন্ডিয়া টুডের অ্যান্টি ফেইক নিউজ ওয়ার রুম (এডব্লিউএফএ) ভাইরাল ছবিটির দাবি নিয়ে অনুসন্ধানে নামে।
এতে জানা যায়, ছবিটি দিল্লি বিমানবন্দরের নয়। ২০০৭ সালে ছবিটি চীনের শানডং প্রদেশের ইয়ানতাই বিমানবন্দর থেকে তোলা হয়েছিল। শানডং এয়ারলাইনসের একটি বিমান বিমানবন্দরটির কর্মীরা ঠেলছিলেন।
২০০৭ সালের ১৪ আগস্ট একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শানডং প্রদেশের ইয়ানতাই বিমানবন্দরে ছবিটি তোলা হয়।
জলাবদ্ধ রানওয়ে থেকে শানডং বোম্বার্ডিয়ার সিআরজে-২০০ বিমানকর্মীরা ঠেলে সরাচ্ছেন।
চীনা এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০০৭ সালে ইয়ানতাই বিমানবন্দরের রানওয়ে বন্যায় প্লাবিত হওয়ায় বেশ কয়েকটি ফ্লাইট দেরি করে ছাড়ে।
বিমানবন্দরটির ২০ জনের বেশি কর্মী বিমানটি ঠেলে নিরাপদ স্থানে নিয়ে যান।
শনিবার দিল্লিতে ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার ছবি বা ভিডিও খুঁটিয়ে দেখে ইন্ডিয়া টুডের ফ্যাক্টচেক দল।
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টারমিনাল জলাবদ্ধ হওয়ার একটি ভিডিওরও খোঁজ পায় দলটি।
বৃষ্টিপাতের কারণে বিমানবন্দরটির রানওয়ে যে জলাবদ্ধ হয়, তা ওই ভিডিওতে পরিষ্কার বোঝা যায়।
এটা ঠিক, শনিবার ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতা দেখেন দিল্লিবাসী।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছবিটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নয়।
১৪ বছর আগে চীনের ইয়ানতাই বিমানবন্দর থেকে ওই ছবি তোলা হয়।