ফ্রান্সের প্যারিস শহরের মেয়র অ্যান ইদালগো দেশটিতে আগামী বছরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
এ জন্য তিনি বর্তমান প্রেসিডেন্ট ইমানুলের মাখোঁকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বলে জানান।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সিস ফ্রাঙ্কোর স্বৈরশাসন থেকে পালিয়ে ফ্রান্সে আশ্রয় নেয় অভিবাসী ৬২ বছরের নারী হিডালগো দেশটির সোশ্যালিস্ট পার্টি থেকে মনোনয়ন পেতে এখন শীর্ষস্থানে রয়েছেন।
প্যারিসের প্রথম নারী মেয়র হলেও তাকে প্রেসিডেন্ট পদে লড়তে হলে সারা দেশে তার পরিচিতির জন্য আরও অনেক কাজ করতে হবে বলে বিশ্লেষকরা বলছেন।
রোববার হিডালগো প্রেসিডেন্ট পদে লড়ায়ের ঘোষণা দেয়ার কিছু পরেই তার অন্যতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থি রাজনীতিক মেরিন লে পেন দেশটির দক্ষিণাঞ্চলের শহর ফ্রেজাসে তৃতীয়বারের মতো একই পদে লড়াইয়ে প্রচারণা শুরু করেন।
হিডালগো তার ঘোষণার জন্য অবশ্য উত্তরাংশের শহরকেই বেছে নিয়েছেন। যা প্যারিসের অন্যতম অংশ হিসেবে বলা হচ্ছে।
হিডালগো ২০১৪ সাল থেকে প্যারিসের মেয়র হিসেবে কর্মরত আছেন। তিনি প্যারিসকে সবুজে ভরিয়ে দিতে শহর থেকে গাড়ি বের করে দিয়ে জনগণকে বিভক্ত করেছিলেন।