বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

  •    
  • ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৪৩

কেসিএনএ বলছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমাদের জাতীয় নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। বিদেশি শত্রুর হাত থেকে সেনাবাহিনীকে আরও ক্ষমতাশালী করে দৃঢ় পদক্ষেপ নিতে সহায়তা করবে।

নিষেধাজ্ঞার মধ্যেই দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সোমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর খবর দিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের বেশ কিছু অংশে আঘাত হানতে পারবে।

কেসিএনএ বলছে, অস্ত্রটি ‘অত্যান্ত কৌশলগত ও তাৎপর্যপূর্ণ’ ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ৫০০ কিলোমিটার বা ৯৩০ মাইল দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।

উত্তর কোরিয়ার দাবি, তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে লঙ্ঘন করেনি।

বিবিসির খবরে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ওপর অনেক আগে থেকেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।

বৈশ্বিক নিষেধাজ্ঞা, বন্যাসহ নানা ধরনের দুর্যোগে বেশ কিছুদিন থেকে চরম খাদ্য সংকটে পড়েছে উত্তর কোরিয়া। এমন অর্থনৈতিক সংকটের মধ্যেই দেশটি অস্ত্র তৈরিতে ব্যয় বাড়িয়েছে।

কেসিএনএ বলছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমাদের জাতীয় নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। বিদেশি শত্রুর হাত থেকে সেনাবাহিনীকে আরও ক্ষমতাশালী করে দৃঢ় পদক্ষেপ নিতে সহায়তা করবে।

যুক্তরাষ্ট্র বলেছে, নিষেধাজ্ঞার মধ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও তাদের সামরিক কর্মসূচি প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি।

দেশটি তার মিত্র দেশ জাপান ও দক্ষিণ কোরিয়াকে রক্ষায় সহায়তা দেয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করে।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র পারমাণবিক সক্ষমতাসম্পন্ন হতে পারে।

এ বিভাগের আরো খবর