বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পশ্চিমাদের চাপে ৯/১১-এর দিন শপথ নিল না তালেবান

  •    
  • ১১ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪৪

আফগান সরকারের সাংস্কৃতিক কমিশনের সদস্য ইনামুল্লাহ সামানগানি টুইটবার্তায় বলেন, ‘কয়েক দিন আগে নতুন সরকারের অভিষেক অনুষ্ঠান বাতিল করা হয়। জনগণ যাতে আরও বিভ্রান্ত না হয়, এ জন্য ইসলামিক আমিরাতের নেতৃত্ব নতুন মন্ত্রিসভাকে শপথ অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে। এরই মধ্যে এ-সংক্রান্ত কাজ শুরু হয়েছে।’

৯/১১-এর দিন আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের অনুষ্ঠান বাতিল করেছে তালেবান।

পশ্চিমা দেশের চাপ এবং সম্পদ ও অর্থ ব্যয় এড়াতে সংগঠনটি এ সিদ্ধান্ত নেয় বলে রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম তাস ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার ২০ বছর পূর্তির দিন তালেবানের নতুন সরকার শপথ নেবে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল।

রাশিয়া, ইরান, চীন, কাতার ও পাকিস্তানকে তালেবান শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় বলেও ওই সব প্রতিবেদনে বলা হয়।

তাসের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, মিত্রদের চাপে ৯/১১-এর দিন শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিল করে তালেবান।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তালেবানকে ৯/১১-এর দিন শপথ অনুষ্ঠান না করতে কাতার সরকারকে চাপ দেয় যুক্তরাষ্ট্র ও এর ন্যাটোভুক্ত মিত্র দেশগুলো। এটি হলে তা ‘অমানবিক’ হিসেবে বিবেচিত হবে।

এ ছাড়া ৯/১১-এর দিন শপথ নিলে তালেবানের নতুন সরকারের পক্ষে আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করাও কঠিন হয়ে পড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

পশ্চিমা সমর্থিত আফগান সরকারকে দীর্ঘ ২০ বছর পর গত মাসে উৎখাতের পর আন্তর্জাতিক স্বীকৃতি পেতে মরিয়া কট্টরপন্থি ইসলামি দলটি।

শুক্রবার রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, তালেবানের নতুন সরকারের অভিষেক অনুষ্ঠানে কোনোভাবেই অংশ নেবে না মস্কো।

এর আগে রাশিয়ার এক কর্মকর্তা জানিয়েছিলেন, আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে রাষ্ট্রদূত পর্যায়ের কর্মকর্তারা অংশ নিতে পারেন।

আফগান সরকারের সাংস্কৃতিক কমিশনের সদস্য ইনামুল্লাহ সামানগানি টুইটবার্তায় বলেন, ‘কয়েক দিন আগে নতুন সরকারের অভিষেক অনুষ্ঠান বাতিল করা হয়।

‘জনগণ যাতে আরও বিভ্রান্ত না হয়, এ জন্য ইসলামিক আমিরাতের নেতৃত্ব নতুন মন্ত্রিসভাকে শপথ অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে। এরই মধ্যে এ-সংক্রান্ত কাজ শুরু হয়েছে।’

১৫ আগস্ট কাবুল পতনের পর মঙ্গলবার রাতে ৩৩ জনকে নিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান (আইইএ) গঠন করে তালেবান।

তালেবান নেতা মোহাম্মদ হাসান আখুন্দকে ইসলামিক আমিরাতের প্রধানমন্ত্রী করা হয়। তালেবানের সহপ্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদারকে করা হয় সরকারের উপপ্রধান।

তালেবানের উপনেতা সিরাজুদ্দিন হাক্কানিকে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ও সংগঠনের রাজনৈতিক প্রধান শের মোহাম্মদ আব্বাস স্ট্যানেকজাইকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়।

এ ছাড়া তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ও তালেবান নেতা হেদায়াতুল্লাহ বদরিকে করা হয় অর্থমন্ত্রী।

আফগানিস্তানের নতুন প্রধানমন্ত্রী মোল্লা আখুন্দের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি।

হাক্কানির মাথার দাম এক কোটি ডলার ঘোষণা করেছিল এফবিআই। অন্যদিকে আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল হাক্কানির মাথার দাম ৫০ লাখ ডলার ঘোষণা করা হয়েছিল।

দুই দশক আগে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকালে যুক্তরাষ্ট্রে চারটি সমন্বিত সন্ত্রাসী হামলা হয়।

সন্ত্রাসীরা চারটি বিমান ছিনতাই করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও ভার্জিনিয়ায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদর দপ্তর পেন্টাগনে হামলা চালায়। ওই হামলায় আল-কায়েদার ১৯ সদস্য ছাড়াও প্রায় ৩ হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হয়।

আল-কায়েদাকে আশ্রয় দেয়ার অভিযোগে ওই বছরই আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্রসহ ন্যাটোভুক্ত দেশগুলো। উৎখাত হয় তৎকালীন তালেবান সরকার।

এ বিভাগের আরো খবর