ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়ার একটি করোনা হাসপাতালে আগুনে ১০ রোগীর মৃত্যু হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর টেটোভের হাসপাতালের ভবনে আগুন জ্বলছে, সেই সঙ্গে মেঘের মতো কালো ধোঁয়া উপরে উঠছে।
বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে ওই অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ারফাইটাররা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপস সতর্ক করে দিয়ে বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
টুইটারে তিনি লেখেন, ‘আমাদের জন্য আজকের দিনটি খুব খারাপ। অনেক রোগীকে হাসপাতাল থেকে সরিয়ে রাজধানী স্কোপিয়তে স্থানান্তর করা হয়েছে।’
ফিলিপস আরও বলেন, ‘আহতের বাঁচাতে চিকিৎসকরা জোর প্রচেষ্টা চালাচ্ছেন।’
অগ্নিকাণ্ডের বিষয়ে এর বিস্তারিত আর কিছু জানাননি মন্ত্রী।
হাসপাতালটিতে ঠিক কতজন রোগী চিকিৎসা নিচ্ছিলেন তা পরিষ্কার নয়।
করোনাভাইরাসের চিকিৎসার জন্য গত বছর হাসপাতালটি অস্থায়ীভাবে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে।
উত্তর মেসিডোনিয়ার জনসংখ্যা ২০ লাখের মতো। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে তথ্যে দেখা যাচ্ছে, দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।
আর করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৫৩ জনের।